রায়গঞ্জ, ২৮ জুলাই : সমস্ত এ টি এমে নিরাপত্তা রক্ষী মোতায়েনের দাবিতে আন্দোলনে নামল কন্ট্রাক্টচুয়াল ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম। বুধবার সংগঠনের উদ্যোগে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত স্টেট ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।
পাশাপাশি রেজিওনাল ম্যানেজারের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। মূলত এ টি এম গুলিতে সুরক্ষা কবচের বন্দোবস্ত করার দাবিতে এদিন ডেপুটেশন দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠন নেতৃত্ব। উল্লেখ্য গত রবিবার করণদিঘির টুঙ্গিদিঘি বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রল পাম্প এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙ্গে কয়েক লক্ষ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গ্রাহকদের অভিযোগ, এটিএমগুলিতে নিরাপত্তা রক্ষী না থাকায় যে কোন সময় টাকা তুলতে আসা গ্রাহকদের ওপরেও দুষ্কৃতীরা হামলা চালিয়ে লুঠ করতে পারে টাকা। ফলে নিরাপত্তাহীন এই এটিএম গুলিকেই টার্গেট করছে দুষ্কৃতীরা। অবিলম্বে এটিএম গুলিতে নিরাপত্তা রক্ষী মোতায়েন করুক ব্যাংক কর্তৃপক্ষ। এই ঘটনার পর এ টি এম গুলিতে নিরাপত্তা রক্ষী রাখার দাবিতে এদিন ডেপুটেশন দেওয়া হল।
আরও খবর পড়ুন : মসজিদে চুরির ঘটনায় চাঞ্চল্য। দোষীদের গ্রেফতারের দাবীতে পথ অবরোধ