স্কুলের মধ্যে বিষাক্ত ফল খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়ল কমপক্ষে ২০ জন পড়ুয়া। শনিবার এই ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত বিমলপাড়া চাউলি প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, রোজকার মতন এদিনও স্কুল শুরুর আগে পড়ুয়ারা স্কুলে চলে আসে।
গাছে ঝুলছে সরকারের তৈরি স্কুল ইউনিফর্ম। চাঞ্চল্য
স্কুলের পেছনের একটি গাছ থেকে তারা কাজু বাদাম সদৃশ কিছু বিষাক্ত ফল পেড়ে খেতে শুরু করে। একে একে অনেকেই এই ফল খেয়ে নয়। শিক্ষকরা স্কুলে এসে এই ঘটনা লক্ষ্য করেন। কয়েকজন স্কুলের মধ্যে বমিও করে ফেলে। বাড়ি গিয়ে সকলের অবস্থা আরও খারাপ হতে শুরু করে। এরপর তাদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। অসুস্থ পড়ুয়ার সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যায়।
বেআইনি বাড়ি ভাঙা আটকাতে কাউন্সিলারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ
সকলেই এখন চিকিৎসাধীন রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক বংশী দেবশর্মা বলেন, পড়ুয়ারা স্কুল শুরুর আগেই বিষাক্ত ফল খেয়েছে। বিষয়টি লক্ষ্য করার পরই তাদের নিষেদ করা হয়। বাড়ি গিয়ে বেশী বমি শুরু হয়। এক পড়ুয়া জানায়, তারা সকলে মিলে ঐ ফল খেয়েছে। ফলটির নাম জানা নেই। এরপর তারা অসুস্থ হয়।এই ঘটনা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।