স্বাদে গন্ধে অতুলনীয় বিঘোরের বেগুন এখন ঐ অঞ্চল সহ সংলগ্ন এলাকার চাষীদের জীবন জিবীকার অন্যতম ভরসা। বিঘার পর বিঘা জমিতে সবুজ বেগুনে ছেয়ে যেত। শুধু এ জেলা নয় অন্যান্য জেলাতেও বর্তমানে এর কদর বেড়েছে। তবে এবারে বিধি বাম। বিগত বছরগুলির মত এবারে বেগুনের ফলন তেমন হয়নি। বন্যায় চরম ক্ষতি হয়েছে এবছরে। যেটুকু বেঁচেছে তাও পোকার গ্রাসে।
বিএসএফের রেইজিং ডে।নানা পরিকল্পনার কথা ঘোষণা
শীতকাল মানেই বিঘোরের বেগুন। উত্তরবঙ্গ ছাড়িয়ে আজ যা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে সমাদরে গৃহীত হয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয় এই বেগুনের স্বাদ একাবার যিনি গ্রহন করেছেন। প্রতিবছরই শীতকাল এলেই তাকে খোঁজ করতে হয় এই বেগুনের। বর্তমানে এই প্রজাতির বেগুন চাষ হচ্ছে সংলগ্ন ৮ থেকে ১০ টি গ্রামে। শুধু চাষ নয় তার চাহিদাও দিনকে দিন বেড়ে চলেছে। যাকে ঘিরে উৎসাহও দ্বিগুন বেড়েছে চাষীদের মধ্যে।
আদালত রায়ে জমি পেলেও বাধাদান মাফিয়াদের
বিগত বছরগুলিতে ক্রমশই বিঘোরের বেগুনের কদর বেড়েছে। গত কয়েক বছরে রেকর্ড সংখ্যক বেগুনের চাষ হয়েছে এই সব এলাকায়। একই ছবি দেখা গিয়েছিল ভিটিয়ার এলাকাতেও। এখানে উৎপাদিত বেগুন এ জেলা ছাড়িয়ে অন্যান্য জেলা এমনকি কোলকাতাতেও রপ্তানী হয়। জেলার পাশাপাশি অন্যান্য জেলাতেও এর চাহিদা বেড়েছে। কিন্তু এবছরে বিধি বাম। বিঘোরের বেগুনের ফলনে বাধা সৃষ্টি করেছে বন্যা।
বেআইনি বাড়ি ভাঙা আটকাতে কাউন্সিলারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ
বিগত কয়েক মাস আগে এই এলাকায় বন্যার জল জমেছিল। ফলে সেই বন্যার কারণে গাছ নষ্ট হয়ে গিয়েছে। এবারে চরম ক্ষতির মুখে পড়েছেন বেগুন চাষিরা। যে সামান্য বেগুন গাছ বেঁচে ছিল সেগুলি বর্তমানে রোগে আক্রান্ত। পোকার গ্রাসে চলে গিয়েছে অধিকাংশ বেগুন। ফলে মাথায় হাত পড়েছে বেগুন চাষিদের।
স্থানীয় বেগুন চাষী সফিকুল হক বলেন, এখানে বিঘোরের বেগুন বিখ্যাত। প্রতিবছর অধিক পরিমাণে চাষ হয় এই বেগুনের। এবারে বন্যার কারনে বহু বেগুন নষ্ট হয়ে গিয়েছে। ঋণ গ্রস্ত কৃষকরা চরম ক্ষতির মুখে। তাই এখন অন্য ফসলের ওপর নির্ভর করতে হচ্ছে।
স্কুলে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ কমপক্ষে ২০ জন পড়ুয়া
সপাল দাস নামের এক কৃষক বলেন, এখানে বেগুনের ফলন প্রতিবছর পর্যাপ্ত পরিমাণে হত। এবারে ফলন মার খেয়ে গিয়েছে। বন্যার পর থেকেই রোগে আক্রান্ত হয়েছে বেগুন গাছ। এখানে এক একটি বেগুনের ওজন হত এক থেকে দেড় কেজি। কিন্তু এবারে ক্ষতির মুখে সকলেই।
গাছে ঝুলছে সরকারের তৈরি স্কুল ইউনিফর্ম। চাঞ্চল্য
অপর এক বেগুন চাষী বলেন, এখানে বেগুন চাষের উপরে নির্ভর করে থাকেন বহু মানুষ। কিন্তু এবারে বন্যার কারণে বিপুল ক্ষতি হল। অন্যান্য ফসলের উপর এখন নির্ভর করতে হচ্ছে চাষীদের।