আরসিটিভি সংবাদ :সরকারি বিভিন্ন চাকরীর পরীক্ষায় আবেদনকারিদের পঠনপাঠনের জন্য ঢেলে সাজানো হয়েছে উত্তর দিনাজপুর জেলা গ্রন্থাগার। রায়গঞ্জের কর্নজোড়ায় অবস্থিত জেলা গ্রন্থাগারের উন্নত পরিকাঠামো রুপায়নে বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়। যার জেরে উপকৃত পরীক্ষার্থীরা। প্রসঙ্গতঃ বর্তমান সময়ে গ্রন্থাগারে বসে সময় ধরে বই পড়ার আগ্রহ কমেছে। যেখানে থাবা বসিয়েছে ডিজিটাল অনলাইন পরিষেবা। কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে বিভিন্ন সাইটে গিয়ে সাবজেক্ট বের করেই চলছে পাঠ গ্রহন প্রক্রিয়া।
আরও পড়ুন-দুই পক্ষের বচসার জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু একজনের
কিন্তু তারপরেও চাকরীর পরীক্ষার জন্য প্রয়োজন হয় বই পাঠে। একই সঙ্গে বিভিন্ন বিষয়ভিত্তিক বইয়ের প্রয়োজন হয়। ফলে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদর পক্ষে মূল্যবান একাধিক বই কেনা সম্ভব হয় না। সে কথা মাথায় রেখেই উদ্যোগী হয় গ্রন্থাগার বিভাগ। সেই অনুযায়ী প্রয়োজনীয় নানান বই দিয়ে সাজানো হয় সরকারি জেলা গ্রন্থাগারকে। বর্তমানে বহু ছাত্রছাত্রী এই গ্রন্থাগারে এসে পড়শোনা করছেন। মূলতঃ UPSC, WBCS, SSC, PSC ক্লার্কশিপ রেল, ব্যাঙ্কিং সহ একাধিক চাকরীতে আবেদনকারিরা সরকারি এই পরিষেবা গ্রহন করে পেয়েছেন সাফল্যও। আমরা কথা বলেছিলাম বেশ কিছু পরীক্ষার্থীর সাথে। তাদের বক্তব্য গ্রন্থাগারে অধিক বই আসায় একদিকে যেমন সেল্ফস্টাডির মাধ্যমে নলেজ বাড়ছে তেমনি অন্যদিকে মিলছে সিনিয়ারদের গাইডেন্স। ফলে দীর্ঘমেয়াদী পড়াশোনায় বাড়ছে আত্মবিশ্বাস।
আরও পড়ুন-রাজ্যের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য !
অন্যদিকে রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি বলেন, ক্রমশই এই গ্রন্থাগারের মাধ্যমে সফলতার সংখ্যা বাড়ছে। এখান থেকে সেল্ফ স্টাডির মাধ্যমে অনেকেই প্রিলি কিংবা টেট উত্তীর্ন হয়েছেন। আগামীতে মক্ ইন্টারভিয়ের ব্যবস্থা করার পাশাপাশি ইন্টারনের পরিষেবা প্রদানের আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক।অন্যদিকে সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার শিক্ষামহল