আরসিটিভি সংবাদ :চিকিৎসকদের তৎপরতায় জটিল অস্ত্রোপচারের মাধ্যমে প্রাণে রক্ষা পেল এক কিশোর ও কিশোরী। বৃহস্পতিবার রাতে সফল এই দুটি অস্ত্রোপচারের ঘটনা ঘটেছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকদের তৎপরতায় শিশুরা রক্ষা পাওয়ায় খুশি পরিবারের লোকেরা।
আরও পড়ুন-ছাগল তাড়ানোই কাল হল ছাত্রের!
জানা গিয়েছে, রতুয়ার চাঁদমনি ২ পঞ্চায়েতের বাসিন্দা তসলিমা নাসরিন নামে ওই কিশোরী চুলের ক্লিপ খোলার সময় অসাবধানতাবশত একটি কাটা গলার ভেতরে চলে যায়।শ্বাসনালীতে আটকে যায় সেটি। তড়িঘড়ি তাকে স্থানীয় গ্রামীন হাসপাতাল, পরে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। অন্যদিকে কালিয়াচকের পশ্চিম খাস চাঁদপুরের বাসিন্দা কিসমত শেখের শিশু সন্তান আব্দুল হামিদ শেখ প্যাকেটজাত খাওয়ার থেকে পাওয়া বাঁশি বাজাতে গিয়ে সেটি আচমকাই গলায় ঢুকে যায়।
আরও পড়ুন-নিম্নমানের খাওয়ার দেওয়ার অভিযোগ এনে স্কুল ঘেরাও অভিভাবকদের
গুরুতর অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়। রাতে দুই শিশুর অস্ত্রোপচারে তৎপর হন মেডিক্যাল কলেজের নাক, কান ও গলা বিশেষজ্ঞ বিভাগের চিকিৎসকেরা।
আরও পড়ুন-মহার্ঘ আমের ছোঁয়া পেতে চলেছে বঙ্গবাসী
ডাক্তার গণেশ চন্দ্র গাইন নেতৃত্বে গঠিত আটজনের এক টিমের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দুজনের গলায় আটকে থাকা বস্তুগুলি বের করে আনা হয় |অন্যদিকে সুস্থ সন্তান ফিরে পেয়ে খুশীতাদের পরিবারের সদস্যরা।চিকিৎসকদের এই প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন উভয়ের পরিবারের সদস্যরা ।