এক বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়, স্বাভাবিক মৃত্যু না খুন তা নিয়ে ধোঁয়াশা এলাকাবাসীদের মধ্যে

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২৯ নভেম্বর : রহস্যজনকভাবে নিজের শোওয়ার ঘর থেকে এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। রবিবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচল থানার বিধনসরণী এলাকায়।পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই বৃদ্ধার নাম চাঁদনী রাম। তার স্বামী বহুদিন আগেই তাকে ছেড়ে চলে যান।সন্তানহীনা ওই বৃদ্ধা ওই এলাকাতেই একটি ছোটঘরে থাকতেন।

বৃদ্ধার এক আত্মীয়া কৌশল্যা রাম জানিয়েছেন, বৃদ্ধা একাই তার বাড়িতে থাকতেন । প্রতিবেশীদের সাথে তেমন কোনো সম্পর্ক রাখতেন না। এদিন সকালে বৃদ্ধার বাড়ি লাগোয়া প্রতিবেশীরা ফুল তুলতে গেলে তার ঘর থেকে দুর্গন্ধ টের পায়। এরপর এলাকার লোকজন জমায়েত হয়ে যায় তার বাড়ির সামনে।খবর দেওয়া হয় চাচোল থানায়। পরে চাঁচল থানার পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে দেখে মেঝেতে ওই বৃদ্ধার মৃতদেহ পড়ে আছে।তাতে পচনও ধরে গিয়েছে।এরপরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। উদয় দত্ত নামে এক এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ওই বৃদ্ধা। অসুস্থতার কারণেই হয়তো তিনি মারা গেছেন বলে দাবি তার। যদিও এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে এলাকায়।

Next Post

বেহাল বাস টার্মিনাস সংস্কারে উদ্যোগী হল মহকুমা ও ব্লক প্রশাসন, ঘটনায় খুশির হাওয়া এলাকাবাসীদের মধ্যে

Sun Nov 29 , 2020
নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২৯ নভেম্বর : দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ দশা বাস টার্মিনাসের। ফলে গাড়ি ধরতে গিয়ে সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রীদের পাশাপাশি এলাকাবাসীরা।ফলে বহুদিন ধরেই বাস টার্মিনাস সংস্কারের দাবী জানিয়ে আসছিলেন চাঁচলবাসী। এলাকাবাসীদের দাবীকে মান্যতা দিয়ে অবশেষে চাঁচলের নজরুল বাস টার্মিনাস সংস্কারের উদ্যোগ নিলো মহকুমা ও […]

আপনার পছন্দের সংবাদ