নিউজ ডেস্ক : সরকারি জমি দখল মুক্ত করতে আসরে নামলো ইসলামপুর মহকুমা প্রশাসন।শুক্রবার পুরসভার ১১নং ওয়ার্ডে অভিযান চালানো হয়। জানা গিয়েছে, ওই এলাকায় সরকারি জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছিল এক সরকারি কর্মীর বিরুদ্ধে।
ছাত্রী খুনে চাঞ্চল্য, পথ অবরোধ পরিজনদের
অবৈধ সেই নির্মাণ ভেঙ্গে ফেলার জন্যে বহুবার সেই কর্মীকে আবেদন করা হলেও তিনি কোন কর্ণপাত করেননি। উল্টে নির্মাণকাজ জারী রাখেন। শেষবারের মত সতর্ক করা হলেও অভিযুক্ত কর্মী নির্মাণ বন্ধে কোন উদ্যোগ না নেওয়ায় শুক্রবার অভিযান চালানো হয় মহকুমা প্রশাসনের তরফে। ডেপুটি ম্যাজিস্ট্রেট কমলকান্তি তলাপাত্রর উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয় সেই নির্মাণকাজ। এমনকী সেখানে থাকা জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে সময় দেওয়া হয়েছে। অন্যথা সেই সমস্ত জিনিসপত্রও প্রশাসনের তরফে বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়েছে।