সোপিয়ানের পর অবন্তীপোরায় জঙ্গি খতমে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর

ডিজিটাল ডেস্কঃ সোপিয়ানের পর এবার অবন্তীপোরায় নিরাপত্তা বাহিনীর বড় অভিযান। বৃহস্পতিবার ভোরে কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ টিম গোপন সূত্রে খবর পেয়ে ত্রাল ও নাদার এলাকায় অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর দুই জেহাদি নিহত হয়।

সেনা সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজন আসিফ সেখ, যিনি জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। আরও দুই জঙ্গি আমির নাজির ওয়ানি ও ইয়াওয়ার ভাটের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ ভারত ভাগ করার উসকানিমূলক ভিডিও শেয়ারের অভিযোগে এক যুবক গ্রেফতার

উপত্যকাজুড়ে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের খুঁজে ধাওয়া চালিয়ে যাচ্ছেন। পহেলগাঁও হামলার পর থেকে শতাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। গতকাল সোপিয়ানের জিনপাথের কেল্লের এলাকায় একটি বড় অভিযান চালিয়ে তিন লস্কর জঙ্গিকে (Lashkar-e-Taiba) নিকেশ করা হয়েছিল।

এবার অবন্তীপোরায় চালানো অভিযানে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের উপস্থিতি টের পেয়ে লড়াই শুরু করে। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের পর তিন জেহাদির মৃত্যু হয়। সেনার তরফে হতাহতের বিষয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি। এই অভিযানের মাধ্যমে কাশ্মীর থেকে সন্ত্রাসীদের শিকড় উচ্ছেদে কঠোর পদক্ষেপ অব্যাহত রয়েছে।

Next Post

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে, স্পষ্ট করলেন প্রতিরক্ষামন্ত্রী

Thu May 15 , 2025
ডিজিটাল ডেস্ক: শ্রীনগরের সেনাঘাঁটিতে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বললেন, “ওরা ধর্ম দেখে মেরেছে, কিন্তু আমরা কর্ম দেখে মেরেছি।” তিনি জওয়ানদের উদ্দেশে উচ্চারণ করেন, “জঙ্গিদের বিরুদ্ধে আপনারা যে কঠোর মনোভাব দেখিয়েছেন, তা প্রশংসার যোগ্য। অপারেশন সিঁদুরে (Operation Sindoor) আপনারা যা করেছেন, তাতে গোটা দেশ গর্বিত।” অপারেশন সিঁদুরের সফলতার পর […]

আপনার পছন্দের সংবাদ