সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে, স্পষ্ট করলেন প্রতিরক্ষামন্ত্রী

ডিজিটাল ডেস্ক: শ্রীনগরের সেনাঘাঁটিতে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বললেন, “ওরা ধর্ম দেখে মেরেছে, কিন্তু আমরা কর্ম দেখে মেরেছি।” তিনি জওয়ানদের উদ্দেশে উচ্চারণ করেন, “জঙ্গিদের বিরুদ্ধে আপনারা যে কঠোর মনোভাব দেখিয়েছেন, তা প্রশংসার যোগ্য। অপারেশন সিঁদুরে (Operation Sindoor) আপনারা যা করেছেন, তাতে গোটা দেশ গর্বিত।”

অপারেশন সিঁদুরের সফলতার পর বৃহস্পতিবার সকালে প্রথমবার জম্মু ও কাশ্মীরে পৌঁছান রাজনাথ। সেখানে রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Manoj Sinha) উপস্থিত ছিলেন। নিরাপত্তা ব্যবস্থা এবং সেনাবাহিনীর প্রস্তুতি পর্যালোচনা করেন তিনি।

ভারত-পাকিস্তান সংঘাতের উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনা বেশ কয়েকটি শেল ছুঁড়ে হামলা চালায়। এসব এলাকা ঘুরে দেখেন রাজনাথ। সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বীর জওয়ানদের আত্মত্যাগকে আমি শ্রদ্ধা জানাই। পহেলগাঁওয়ে নিহত সাধারণ নাগরিকদের প্রতিও গভীর শ্রদ্ধাজ্ঞাপন।”

আরও পড়ুনঃ সোপিয়ানের পর অবন্তীপোরায় জঙ্গি খতমে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর

তিনি আরও জানান, “অপারেশন সিঁদুর একটি অঙ্গীকার। এটি ভারতের সবচেয়ে বড় সন্ত্রাসবিরোধী অভিযান। সন্ত্রাসবাদ নির্মূলের জন্য আমরা যে কোনও সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। পাকিস্তানকে অবিলম্বে জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।”

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে লস্করের সহযোগী সংগঠন টিআরএফের (TRF) পাঁচ জঙ্গি ২৬ নিরস্ত্র ভারতীয়কে হত্যা করে। পাল্টা ৭ মে ভোররাতে ভারত ২৫ মিনিটের অপারেশন চালিয়ে পাকিস্তান ও পিওকে অঞ্চলের নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। এরপর পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য ও সেনাঘাঁটিতে হামলা চালায়, যা ভারত প্রতিহত করে। এই সংঘর্ষে পাকিস্তানের একাধিক বায়ুসেনাঘাঁটি ধ্বংস এবং শত্রুপক্ষের এয়ার ডিফেন্স ব্যবস্থা ভেঙে পড়েছে। ভারতীয় সেনার অভিযানে ১০০-এর বেশি জঙ্গি ও ৩৫-৪০ পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

Next Post

উত্তরবঙ্গে জন বার্লার তৃণমূল দলে যোগদান, বিজেপির ঘাঁটিতে টানা ঘা

Thu May 15 , 2025
ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগেই পদ্মশিবিরে বড় ধাক্কা। প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা (Jan Barla) বৃহস্পতিবার কলকাতার তৃণমূল ভবনে এসে ঘাসফুল শিবিরের পতাকা হাতে নেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi) ও মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত লোকসভা নির্বাচনে বিজেপি টিকিট না […]

আপনার পছন্দের সংবাদ