নিউজ ডেস্ক, ১১ সেপ্টেম্বর : প্রেমে প্রত্যাখাত হওয়ায় প্রতিশোধ নিতে তরুণীর বাড়িতে সেক্স টয় পাঠানোর অভিযোগে এক প্রতিবেশি যুবককে গ্রেফতার করল মুম্বই পুলিশ। জানা ধৃত যুবকের নাম কুণাল অঙ্গলকার।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কুণাল বেশকিছুদিন আগে ওই ওই তরুণীকে প্রেম নিবেদন করেছিল। কিন্তু তার প্রস্তাবে ওই তরুণী কিছুতেই রাজী হয় নি। এরপরই তার মাথায় আসে কু-মতলব। তরুণীর বাড়িতে ‘সেক্স টয়’ পাঠানোর পরিকল্পনা করে অভিযুক্ত। নিজের পরিচয় গোপন রেখে ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই ২১ বছর বয়সী তরুণীর বাড়িতে নিয়মিত সেক্স টয় পাঠানো শুরু করে অভিযুক্ত যুবক। বাড়িতে ‘সেক্স টয়’ পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়ে ওই তরুণী। ঘটনায় গত ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ের মালাড থানার দ্বারস্থ হন তিনি। লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে পুলিশ। পরে সেই মামলা মুম্বই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে স্থানান্তরিত করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ই-কমার্স সাইট থেকে ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে তরুণীর বাড়িতে সেগুলি পাঠাচ্ছিল ওই যুবক। তাকে ধরতে তদন্তে নামে পুলিশ। কিন্তু কিছুই যুবকের হদিশ পাওয়া যাচ্ছিল না। এমনকি মুম্বইয়ের পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে অভিযুক্তের বাড়ির ঠিকানা বার করার চেষ্টা করেছিলেন। কিন্তু ক্যুরিয়ার সংস্থার কাছে নিজের নাম ঠিকানা গোপন রাখে অভিযুক্ত। এরপরই পুলিশ ভিপিএন সংক্রান্ত তথ্য হাতে পায়। পুলিশ জানতে পারে, প্রতিবারই ‘সেক্স টয়’ পাঠানোর সময় আইপি অ্যাড্রেস পরিবর্তন করেছে অভিযুক্ত। শেষমেশ প্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তায় অভিযুক্তর হদিশ পায় পুলিশ। তারপরই অভিযুক্ত কুণালকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।