আরসিটিভি সংবাদ : অবশেষে দীর্ঘদিনের দাবী পূরন। রায়গঞ্জ ব্লকের রায়পুর থেকে কানাইপুর পর্যন্ত প্রায়৭৫০ মিটার পাকা রাস্তার শিলান্যাস হল রবিবার। এই রাস্তা নির্মানের জন্য রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রায় ২০ লক্ষ ৩৬ হাজার ৪০০ টাকা বরাদ্দ করা হয়।
আরও পড়ুন – মালদায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সংঘর্ষ
এদিন রাস্তার শুভ শিলান্যাস করলেন কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক সৌমেন রায়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ সহ অন্যান্যরা। রাস্তার কাজ শুরু হওয়ায় খুশী এলাকার মানুষ। দীর্ঘদিন থেকে তারা এই রাস্তার দাবী জানিয়েছিলেন। আগামীতে পিঁয়াজি মোড় থেকে কানাইপুর ভায়া বরুয়া দূর্গামন্দির পর্যন্ত ৩ কিমি রাস্তা সংস্কারের আশ্বাস দিলেন বিধায়ক।