নিউজ ডেস্কঃ নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল আট স্কুল পড়ুয়া। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার পাঁচজন। যদিও এখনো নিখোঁজ তিন স্কুল পড়ুয়া।ঘটনায় উত্তেজনা মালদার বৈষ্ণবনগরে।
টি ২০ বিশ্বকাপ জয় ভারতের, উন্মাদনায় ভাসল শহর
এদিন স্কুল ছুটির পর আট বন্ধু মিলে বৈষ্ণবনগরের সরকারটোলা ঘাটে গঙ্গানদীতে স্নান করতে গিয়েছিল। কিন্তু স্নান করতে নেমে নদীতে তলিয়ে যায় আটজনই। স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করতে পারলে তিনজন এখনো নিখোঁজ। তারা সকলেই স্থানীয় বীরনগর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। তাদের বাড়ি ১৭ মাইল এলাকায়। নিখোঁজ তিন ছাত্রের নাম কৃষ্ণ সাহা, আকাশ সাহা এবং আকাশ মন্ডল। খবর পেয়ে সেখানে বৈষ্ণবনগর থানার পুলিশ।
মহিলার কাটা পা উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে, গ্রেফতার ১
বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা স্পিড বোড দিয়ে তলিয়ে যাওয়া তিন ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে।