নিউজ ডেস্ক ,৬ ফেব্রুয়ারিঃ বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির দূত হিসেবে পরিদর্শন ও এলাকাবাসীর সাথে কথা বলতে এলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রীকে কাছে পেয়ে এদিন বিভিন্ন অভাব অভিযোগ তুলে ধরেন গ্রামবাসীরা। পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, রাস্তাঘাট সহ অন্যান্য সমস্যার কথা তুলে ধরেন তারা৷ যদিও মন্ত্রীর কাছে এদিন সমাধানের আশ্বাস পেয়ে কিছুটা হলেও আশার আলো দেখছেন গ্রামবাসীরা।
অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগে বিজেপি পরিচালিত বটুন গ্রাম পঞ্চায়েতে অরূপ বিশ্বাসের এই সফর কে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। অরূপ বিশ্বাসের এই পরিদর্শনকে নাটক বলে কটাক্ষ করেছেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী।
জানা গিয়েছে সোমবার সকাল থেকে বটুন গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির দূত হিসেবে ঘুরে বেড়ান মন্ত্রী অরুপ বিশ্বাস৷ একাধিক গ্রামে যান। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। অরূপ বিশ্বাসের দাবি গ্রামাঞ্চলে অভাবনীয় পরিবর্তন হয়েছে। আর যা কিছু উন্নয়ন হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যানেই। এখানে বিজেপির কোনো কৃতিত্ব নেই। তাই ভোটের আগে বাজার গরম করতে অহেতুক রাজনীতি করছে গেরুয়া শিবির৷