নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ০৩ নভেম্বর : পারিবারিক জমি বিবাদের ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছে আরো একজন।মঙ্গলবার সকালে ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে চাঁচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম মরবেজ আলী। তার বাড়ি ওই এলাকাতেই।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে এলাকার বাসিন্দা মরবেজ আলী ও তার ভাই মহসিন আলী তাদের নিজের জমির সীমানায় বেড়া দিচ্ছিল। সেসময় প্রতিবেশী সুকবর আলী সেখানে বেড়া দিতে বাধা দেয়। এনিয়ে বচসা শুরু হয়ে যায় দুজনের মধ্যে। গন্ডগোল চলাকালীন আচমকাই শুকবর আলীর ছেলে বাবলু আলী হঠাৎ করে বাড়ি থেকে বন্দুক নিয়ে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সেসময় একটি গুলি মরবেজ আলীর বুকে গিয়ে লাগে। অন্যদিকে সুকবর আলী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় মরবেজ আলীর ভাই মহসীন আলী। গোলমালের আওয়াজে এলাকার বাসিন্দারা ছুটে এলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় শুকবর আলী ও তার ছেলে বাবলু আলী। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে দুজনকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে মরবেজ আলিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে পথেই মৃত্যু হয় তার।অন্যদিকে আহত মহসীন আলি বর্তমানে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী।যদিও ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে অভিযুক্ত শুকবর আলী ও তার ছেলে বাবলু আলী। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।