সামুদ্রিক জীব বৈচিত্র্য ফুটিয়ে তোলা হবে কালিপুজোর মন্ডপে

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ০২ নভেম্বর :  খুঁটি পুজোর মধ্যে দিয়ে সোমবার সুচনা হল চাঁচলের কলিগ্রামের ঝংকার ক্লাবের কালীপুজোর।এদিন চিরাচরিত রীতি মেনে সম্পন্ন হয় খুটি পুজো। উল্লেখ্য এবছর এই পুজো ৪৫ তম বর্ষে পদার্পণ করলো। এই ক্লাব প্রতিবছরই বৈচিত্র্যময় থিমের মাধ্যমে তাক লাগিয়ে দেয় দর্শনার্থীদের।

তাদের এবছরের পুজোর থিম মৎস্যলোকে মায়ের আগমন।সমুদ্রের তলদেশে সামুদ্রিক প্রাণীদের জীবনযাত্রা ফুটিয়ে তোলা হবে এই থিমে।মন্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন শহরের শিল্পী গৌতম গাঙ্গুলি। যদিও এ বছর করোনা পরিস্থিতির কারণে বাজেট অনেকটাই কম।করোনা শুরুর সময়ে লকডাউন চলাকালীন সর্বদা এলাকাবাসীর পাশে দাড়িয়েছে ক্লাব কর্তৃপক্ষ। লকডাউনের মধ্যে প্রায় দুই মাস দুস্থ মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।ফলে এবার অনেকটাই কাটছাট করা হয়েছে পুজোর বাজেটে। বাতিল করা হয়েছে দীপাবলি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানও। সরকারী নির্দেশিকা এবং স্বাস্থ্যবিধি মেনেই এবছর আয়োজিত হবে পুজো। পুজো মন্ডপে পর্যাপ্ত মাস্ক,স্যানিটাইজার এবং থার্মাল চেকিংয়ের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন পুজো কমিটির কর্মকর্তারা।

Next Post

নবী দিবসের দিন দুর্ঘটনায় মৃত বেড়ে ৪

Mon Nov 2 , 2020
নিজস্ব সংবাদদাতা , ইসলামপুর , ০২ নভেম্বর :  নবী দিবসের দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখমদের মধ্যে মৃত্যু হল আরও একজনের। এখনও পর্যন্ত এঘটনায় মৃতের সংখ্যা পৌঁছালো চারে এর মধ্যে তিনজন শিশু । সোমবার যার মৃত্যুর খবর আসে তার নাম মহম্মদ কাশেম। সোমবার মৃতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে এবং চেক প্রদানে […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম