নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ০৩ নভেম্বর : কর্মীদের বিরুদ্ধে দফতরে অনিয়মিত আসার অভিযোগ তুলে পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ প্রদর্শন করলো পঞ্চায়েত সদস্য ও স্থানীয়রা। মঙ্গলবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চাঁচল ১ নম্বর ব্লকের অলি হোন্ডা গ্রাম পঞ্চায়েতে। বিক্ষোভকারীদের অভিযোগ,
দীর্ঘদিন ধরে অলিহোন্ডা গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ কর্মচারী নির্দিষ্ট সময়ে দপ্তরে আসছেন না।
পাশাপাশি দপ্তরের কাজেও তারা জনগণকে নানাভাবে নাজেহাল করছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।এদিন এই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের সদর দরজায় তালা মেরে বিক্ষোভ দেখান ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য নজরুল ইসলাম ও তার অনুগামীরা।পঞ্চায়েত সদস্য নজরুল ইসলামের অভিযোগ, পঞ্চায়েত কর্মীদের গাফিলতির জেরে নাজেহাল হতে হচ্ছে পঞ্চায়েতে বিভিন্ন কাজে আসা উপভোক্তাদের।কাজ হওয়ায় ফিরে যেতে হয় তাদের।এর ফলে ক্ষোভের সঞ্চার হয় এলাকাবাসীদের মধ্যে। সাধারণ মানুষের এই ক্ষোভের আঁচ এসে পড়ছে তার ওপরেও। যে কারণে এদিন পঞ্চায়েতের সদর দরজায় তালা মেরে বিক্ষোভ প্রদর্শন করে নজরুল ইসলাম ও তার অনুগামীরা। তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হয়েছে এলাকার বাসিন্দারাও। যদিও এই অভিযোগ অস্বীকার করে দফতরের সচিব সুশীলচন্দ্র দাস জানান, কর্মীদের পঞ্চায়েতের বিভিন্ন কাজে বাইরে যেতে হয়। ফলে সময়মত দপ্তরে হাজির হওয়া সম্ভব হয় না।