নিউজ ডেস্ক: দত্তক শিশুকন্যাকে হত্যার অভিযোগে ব্যপক চাঞ্চল্য ছড়াল। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার খরদোপা কদমতলা এলাকায়। গত রবিবার থেকে ঐ শিশুকন্যা নিখোঁজ ছিল। এলাকা সূত্রের খবর, ২ দিন পর একটি জলাশয় থেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম খুশী কুমারী (৩)।
আরও পড়ুন জল সংকটের দাবি তুলে প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ
অভিযুক্ত মহিলার নাম মিলান্দার দেবী। জানা যায় গত কিছুদিন আগে বিহারের এক স্বামী পরিত্যক্তা মহিলার থেকে ঐ শিশুকন্যাকে দত্তক নেন মিলান্দার। এরপর সব ঠিকঠাকই ছিল। রবিবার হঠাৎই তাকে হত্যা করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। কি কারনে ঐ শিশুকন্যাকে হত্যা করা হল তার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হয় বৃহস্পতিবার। অন্যদিকে অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত মা।