
নিউজ ডেস্ক, ৭ জুলাই : বর্তমানে লাগামছাড়া দাম পেট্রোল ও ডিজেলের। সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম। ডিজেলও একশো ছুঁইছুঁই। এরই প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে সরব শাসক বিরোধী সব দল।
জ্বালানির অত্যাধিক মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদে সামিল হলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। বুধবার সাইকেল চেপে বিধানসভার দিকে রওনা দেন সিঙ্গুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা শ্রমমন্ত্রী বেচারাম মান্না। বুধবার সকাল আটটা নাগাদ হুগলীর রতনপুরের বাড়ি থেকে সাইকেলে নিয়ে রওনা দেন তিনি। বালি ৬ নম্বর জাতীয় সড়ক ধরে বিধানসভার দিকে আসতে থাকেন। সঙ্গে ছিলেন কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক। গন্তব্য বিধানসভার অধিবেশনে যোগ দেওয়া। সিঙ্গুর থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে ডানকুনি হয়ে কলকাতায় পৌঁছন তিনি। তাঁর সাইকেলের সামনে লেখা ছিল, “মোদিবাবু, পেট্রল বেকাবু।”বুধবার কলকাতায় ৩৯ পয়সা বেড়ে লিটারপ্রতি পেট্রলের দাম দাঁড়িয়েছে ১০০ টাকা ২৩ পয়সা। ডিজেলের দামও ২৩ পয়সা বেড়ে এখন ৯২ টাকা ৫০ পয়সা। পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের পর লাগাতার দাম বেড়েছে পেট্রলের। ২ মে ফলপ্রকাশ হয়েছিল বিধানসভা নির্বাচনের। তারপর ৪ মে থেকে এ পর্যন্ত মোট ৩৬ বার পেট্রলের দাম বেড়েছে। ৩৬ বারে পেট্রলের দাম বেড়েছে ৯ টাকা ৬১ পয়সা। আর গত এক বছরে পেট্রলের দাম বেড়েছে ১৮ টাকা ১৩ পয়সা। গত ১ বছরে ডিজেলেরও দাম বেড়েছে ১৭ টাকা ৮৬ পয়সা।সব মিলিয়ে লাগামহীন পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে নাজেহাল সাধারন মানুষ। আর মানুষের এই ক্ষোভ কে হাতিয়ার করেই মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল নেতৃত্ব।
আরও খবর পড়ুন : মন্ত্রীত্ব হারাতে পারেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী
