নিউজ ডেস্ক, ২৮ সেপ্টেম্বর : উৎসবের মরশুমে জ্বালানির দাম ফের বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। মঙ্গলবার ২০ পয়সা দাম বেড়েছে পেট্রলের। বর্তমানে লিটার প্রতি দাম দাঁড়িয়েছে ১০১.৩৯ টাকা। ২৫ পয়সা দাম বেড়েছে ডিজেলের। ৮৯.৫৭ টাকা প্রতি লিটার ডিজেলের দাম। ২২ দিন বাদে ফের বাড়লো পেট্রোলের দাম।
দেজুড়ে গত কয়েকদিনে চারবার দাম বেড়েছে ডিজেলের ৷ ভারতীয় তেল সংস্থার তরফে সম্প্রতি ২৪ সেপ্টেম্বর ২০ পয়সা, ২৬ সেপ্টেম্বর ২৫ পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম বাড়ানো হয়েছিল ৷ মঙ্গলবার নিয়ে লাগাতার তিনদিন দাম বাড়ল ডিজেলের ৷ এদিনও ২৫ পয়সা প্রতি লিটারে দাম বৃদ্ধি করা হয়েছে ডিজেলের ৷
করোনা আবহে এমনিতেই আর্থিক ক্ষতির মুখে সাধারণ মানুষ, তার ওপর ক্রমান্বয়ে জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে কার্যত মাথায় হাত আম জনতার।এক নজরে দেখে নেওয়া যাক, জ্বালানির দাম কোথায় কত –কলকাতায় পেট্রোলের লিটারপ্রতি দাম হল ১০১ টাকা ৮৭ পয়সা। ডিজেলের দাম দাঁড়াল ৯২ টাকা ৬৭ পয়সা লিটার।দিল্লিতে। পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ২০ ও ২৫ পয়সা। পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৩৯ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৫৭ টাকা।মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২১ পয়সা। সেখানে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৭.৪৭ টাকা। ডিজেলের দামও প্রতি লিটারে ২৭ পয়সা বেড়ে হয়েছে ৯৭.২১ টাকা।চেন্নাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৯ পয়সা বেড়ে হয়েছে ৯৯.১৫ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ২৪ পয়সা বেড়ে ৯৪.১৭ টাকা হয়েছে।