নিউজ ডেস্ক , ০৪ নভেম্বর : শীত এখনো আসেনি, আবার গরমও এখন আর নেই। তাই অনেকেই খুশি যে যাক অন্তত সান ড্যামাজের হাত থেকে রক্ষা পাওয়া গেল। কিন্তু সামনেই অপেক্ষা করছে শীতের রুক্ষতা। শীতে চুল হয়ে পড়ে সবচেয়ে বেশি রুক্ষ ও নিষ্প্রাণ। পরিপূর্ণ যত্নের অভাবে চুল প্রকৃতির মতোই নির্জীব হয়ে যায়। সতেজতার অভাব দেখা দেয়। তাই এই সময় বেশি করে চুলের যত্ন নেওয়া জরুরি।
এবারে জেনে নিন শীতকালে চুল পড়া রোধে কীভাবে যত্ন নেবেন –
১) শীতকালে অবশ্যই মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। কেমিক্যাল সমৃদ্ধ শ্যাম্পু মাথার ত্বক ও চুল দুটোর জন্যই ক্ষতিকর। তাই শীতের সময় খুশকি বেশি হলেও মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।
২) শীতে চুল রুক্ষ ও শুষ্ক হওয়া খুব স্বাভাবিক বিষয়। তাই রুক্ষ এবং নিষ্প্রাণ চুলের জন্য আধা কাপ পালং শাক, ১ চা চামচ মধু এবং ১ চা চামচ অলিভ অয়েল বা নারিকেল তেল নিয়ে ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করুন।
এরপর এই মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। চুলে সিল্কি ভাব আসবে ও চুল হবে মসৃণ ও প্রাণবন্ত।
৩) চুল ভেজানোর আগে ভালো করে আঁচড়ে নিন। ভেজা থাকাবস্থায় আঁচড়ালে চুল ছিঁড়ে যায়। তাই সব সময় স্নানের আগে চুল আঁচড়ানো উচিত।
৪) শীতে চুল পড়া রোধে তেল ও ক্যাস্টর অয়েল একসঙ্গে হালকা গরম করে নিন। ঠাণ্ডা হয়ে গেলে তাতে ভিটামিন-ই ক্যাপসুল ভেঙে অথবা ডিমের কুসুম মিশিয়ে চুলে লাগান। এতে চুল পড়া বন্ধ হবে।
৫) ঠান্ডা যতই থাকুক না কেন, বেশি গরম জল চুলে ব্যবহার করা উচিত নয়। গরম জলের সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে হালকা গরম থাকাবস্থায় চুলে ব্যবহার করুন। বেশি গরম জলের কারণে চুল পড়ে যায় এবং রুক্ষ হয়ে যায়।
৬) শীতকালে খুশকির সমস্যাও খুবই লক্ষ্য করা যায়, তাই খুশকির সমস্যা দুর করতে কিছু পরিমাণ জবা পাতা আর সমপরিমাণ মেহেদি পাতা পেস্ট করে নিয়ে তাতে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলে দিতে পারেন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।