নিউজ ডেস্ক,২৩ই ডিসেম্বর : স্ত্রীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতনের অভিযোগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ তাপস পালকে গ্রেফতার করলো বালুরঘাট থানার পুলিশ। শুক্রবার অধ্যাপক ডঃ তাপস পালকে রায়গঞ্জ শহরের সুদর্শনপুরে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ৷ গ্রেফতারের পর অভিযুক্তকে বালুরঘাটে নিয়ে যায় পুলিশ।বছর চারেক আগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক ডঃ তাপস পালের সাথে বিয়ে হয় ওই বিশ্ববিদ্যালয়েরই আইনের অধ্যাপক ময়ূরাক্ষী রায়ের। বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো স্বামী তাপস পাল এমনই অভিযোগ তুলেছেন স্ত্রী ময়ূরাক্ষী রায়। ময়ূরাক্ষী দেবীর এও অভিযোগ অধ্যাপক তাপস পাল একাধিক মহিলার সাথে অবৈধ সম্পর্ক রেখেছে। একথা বলতেই তাঁর উপর অকথ্য অত্যাচার করেন তাপস পাল। এমনকি ময়ূরাক্ষী দেবীকে প্রানে মেরে ফেলার হুমকিও দেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাপস পাল। এরপরই বালুরঘাটের বাসিন্দা তাপস পালের স্ত্রী অধ্যাপক ময়ূরাক্ষী রায় বালুরঘাট থানায় তাঁর স্বামী তাপস পালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বালুরঘাট থানার পুলিশ। শুক্রবার বালুরঘাট থানার পুলিশ রায়গঞ্জ শহরের সুদর্শনপুরে এসে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় অভিযুক্ত অধ্যাপক ডঃ তাপস পালকে।
Next Post
অমানবিকতার নজির শবযাত্রায়
Thu Jan 5 , 2023
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক, ৫ইজানুয়ারি : স্ত্রীর দেহ কাঁধে নিয়ে কয়েক মাইল হেঁটে দাহ করতে নিয়ে চলেছেন স্বামী। করোনা কালে এই দৃশ্যের সাক্ষী আগেও থেকেছেন দেশের মানুষ। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল উত্তরবঙ্গে। অমানবিক এই দৃশ্যের সাক্ষী রইলো জলপাইগুড়ির […]

আপনার পছন্দের সংবাদ
-
2 years ago
গৃহবধূকে খুনের অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জে। আটক ২
-
10 months ago
বিরল প্রজাতির রাজ হাঁসের আগমন ঘিরে উৎসাহিত সাধারন মানুষ
-
9 months ago
অ্যাম্বুলেন্স পরিষেবায় অগ্রনী ভূমিকা রায়গঞ্জ পৌরসভার
-
3 years ago
রায়গঞ্জে অভিযান পুলিশের