নিউজ ডেস্ক,২৩ই ডিসেম্বর :পরপর টোটো ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন রায়গঞ্জ শহরের টোটো চালকেরা। এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছ ইতিমধ্যেই। দিন দুয়েক আগেই রায়গঞ্জ ব্লকের বরুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার আটকড়া গ্রামে রায়গঞ্জ শহরের মিলন পাড়া এলাকার বাসিন্দা এক টোটো চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক চরম আকার নিয়েছে। টোটো চালকদের বক্তব্য,টোটো চালকদের নিরাপত্তা বলতে কিছু নেই। রায়গঞ্জ শহর ও শহরের আশেপাশে দিনে অথবা রাতবিরেতে যাত্রীদের সামান্য অর্থের বিনিময়ে তাদের গন্তব্যে পৌঁছতে গিয়ে এরকম সমস্যায় পড়তে হচ্ছে। ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে হামেশাই। কখনও ভাড়া না দিয়েই যাত্রীরা হামলা চালাচ্ছে টোটো চালকের উপরে। রায়গঞ্জ শহরের আশেপাশের গ্রামাঞ্চলে ভাড়া খাটতে গিয়ে টোটো গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে খুন করা হচ্ছে চালকদের । আমরা তাই সর্বতোভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন শহরের বাইরে আর টোটো নিয়ে যাওয়া হবে না। চেনাপরিচিতদের যাত্রী হলেই টোটো নিয়ে দুরের গন্তব্যে যাওয়া হবে। কারন ভুলে গেলে চলবে না চালকদেরও জীবনের মুল্য রয়েছে, তাদেরও পরিবার,সন্তান-সন্ততি রয়েছে। পাশাপাশি টোটো চালকদের ওপর এই পাশবিক ঘটনা রুখতে আগামীতে পুলিশ প্রশাসন যেন আরও বেশি তৎপর হয় সে দাবিও জানিয়েছে টোটো চালকেরা।
আপনার পছন্দের সংবাদ
-
4 years ago
মায়ের নুপুরধ্বনি শোনা যায় রায়গঞ্জের এই পুজোয়
-
4 years ago
ভোটের মুখে রায়গঞ্জে বোমা উদ্ধারে চাঞ্চল্য
-
10 months ago
ঘর থেকে আপত্তি জনক অবস্থায় উদ্ধার এক মহিলা ও এক ব্যক্তি