নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৮ অক্টোবর : সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো৷ আর দুর্গাপুজো মানেই নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখা। করোনা আবহে অন্যান্য বছরের মতো এবছর জাঁকজমকপূর্ণ পুজো না হলেও পুজোর চারটে দিন নতুন বস্ত্র না হলে যেন পুজোটাই জমে না। তবে এমনও কিছু মানুষ আছেন যারা ঠিক মতো খেতেই পায় না তাতে আবার পুজোর জন্যে নতুন জামা।
নতুন জামা তাদের কাছে কেবলই স্বপ্ন। বছরের অন্যান্য দিনের মতো পুজোর চারটে দিনও একই ভাবে কাটে তাদের। তাই আসন্ন শারদ উৎসব উপলক্ষে এইসব দুস্থ অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো রায়গঞ্জের এক স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার রায়গঞ্জ মুক্তির কান্ডারীর উদ্যোগে ১০০০ জন পথশিশু, অসহায় শিশু ও দুস্থ মহিলাদের নতুন বস্ত্র দান করা হয়। সংস্থার কর্ণধার কৌশিক ভট্টাচার্য বলেন, সারা বছর আমরা দুস্থ অসহায় মানুষদের বস্ত্র দিয়ে থাকি। কিন্তু আজকের দিনটি বিশেষ। সামনেই পুজো, সেই উপলক্ষে এইসব দূর-দূরান্ত থেকে আসা মা ও শিশুদের এবং বয়স্ক পুরুষদের বস্ত্র দিতে পেরে আমরা খুশি। পুজোতে এইসব দুস্থ মানুষ গুলো আনন্দ উপভোগ করতে পারবে নতুন বস্ত্র পরে। তবে অনেক সহৃদয় ব্যক্তি আমাদের সাহায্যে এগিয়ে এসেছেন। ওনাদের ধন্যবাদ জানাই। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, আকাশ বর্মন সহ আরো অনেকে।