নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৭ অক্টোবর : একদৃষ্টে ছেলেটা তাকিয়ে ছিলো মৃৎশিল্পীর দুটি হাতের দিকে,তাল তাল কাদামাটি শিল্পীর হাতের ছোঁয়ায় কী ভাবে দেবীমূর্তির রূপ পেয়ে গেল- এই অপার বিষ্ময় ঝড় তুলেছিলো ছোট্ট সৃজনশীল মনের গভীরে। সেই থেকেই শুরু। ছোটবেলা থেকেই রায়গঞ্জের রাসবিহারী মার্কেটের বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র অভ্রদীপ সাহা রং, তুলি, কাগজ, কার্ডবোর্ড দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে আসছে।
পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশা মাটির প্রতিমা তৈরি করাটা তার শখl বিগত তিন বছর ধরে অভ্রদীপ মাটি দিয়ে দুর্গা মূর্তি তৈরি করছে, এ বছরেও তার ব্যতিক্রম ঘটেনিl করোনা আবহে ইউটিউব ও অনলাইন ক্লাস এর সাথে সাথে অভ্রদীপ তৈরি করে ফেলেছে 2 ফুট উচ্চতার ছোট্ট সাবেকি দুর্গা প্রতিমা। কাঠ, মাটি,পাট, রঙ সহ বিভিন্ন উপকরন দিয়ে এই প্রতিমা তৈরী করতে অভ্রদীপের সময় লেগেছে প্রায় একমাস। অভ্রদীপ বলে,” খুব ছোটো বেলা থেলেই এসব বিষয়ে আমার আগ্রহ।
প্রথমে কাগজ,কার্ডবোর্ড দিয়ে প্রতিমা বানালেও পরে মাটি দিয়েই করছি। অন্যান্য দেবদেবীর মূর্তি তৈরী করে বাড়িতে পুজো করার ইচ্ছে আছে। করোনা আবহে এবারে স্কুল বন্ধ থাকায় প্রতিমা তৈরীর জন্য বাড়তি সময় পেয়েছি। ছেলের এই কাজে খুশী মা পাপড়ি সাহা। তিনি বলেন,” খুব ছোটোবেলা থেকেই আমার ছেলের হাতের কাজের প্রতি আগ্রহ। প্রতিমা ছাড়াও অনেক কিছু তৈরী করে। আমরা সবসময় ওকে উৎসাহ দেই। পড়াশোনার পাশাপাশি আমরা চাই ওর ভেতর যে শিল্পীস্বত্বা আছে তা বিকশিত হোক।