
মালদা, ১২ জুলাই : পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে ব্যক্তিকে উদ্ধার করে তুলে দেওয়া হলো পরিবারের হাতে। রবিবার সন্ধ্যায় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে স্থানীয় পুকুরিয়া এলাকায় ইতস্তত ঘুরতে দেখেন পুলিশকর্মীরা। জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না মেলায় থানায় নিয়ে আসা হয় ওই ব্যক্তিকে।
তাকে জিজ্ঞাসাবাদ করে এরপর পশ্চিম মেদিনীপুর জেলায় খোঁজ মেলে তার পরিবারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে; ওই ব্যক্তির নাম, হলধর মাহাতো। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর থানার জয়পুর গ্রামে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এরপরই পুকুরিয়া থানার পুলিশের কাছে খবর পেয়ে উপস্থিত হয় তার পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে ওই ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তাকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা নাগাদ এক ব্যক্তি ইতস্ততভাবে ঘোরাফেরা করছিল পুকুরিয়া এলাকায়। সেখানে পুকুরিয়া থানার কর্তব্যরত এক পুলিশ আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করেন। সদুত্তর না মেলায় থানায় নিয়ে আসা হয় ওই ব্যক্তিকে। তাকে জিজ্ঞাসাবাদ করে এরপর পশ্চিম মেদিনীপুর জেলায় খোঁজ মেলে তার পরিবারের। এরপর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সাথে যোগাযোগ করলে তার প্রকৃত পরিচয় জানতে পারেন পুকুরিয়া থানার পুলিশ। এরপরই সোমবার দুপুরে পুকুরিয়া থানায় এসে উপস্থিত হন হলধর মাহাতোর পরিবারের সদস্যরা। এ বিষয়ে পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী জানান, যুবকটিকে ইতস্তত ঘুরতে দেখেন পুলিশকর্মীরা। এরপর তাকে থানায় নিয়ে আসা হয়। সোমবার দুপুরে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অপরদিকে পুলিশের এই ভূমিকাকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসীরা।
আরও খবর পড়ুন : বিধায়কের উদ্যোগে পালিত রথযাত্রা
