নিউজ ডেস্ক , ১৪ নভেম্বর : বাড়ছে উদ্বেগ, চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না বর্ষীয়ান কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শনিবার বিকেলের মেডিকেল বুলেটিনে এমনটাই জানানো হল হাসপাতালের পক্ষ থেকে৷ উল্লেখ্য গত ৬ ই অক্টোবর থেকে একমাসেরও বেশিদিন ধরে তাঁর চিকিৎসা চলছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে পুরোপুরি সুস্থ করে তুলতে প্রথম থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কোনোদিন জানা গেছে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। কোনো দিন শোনা গিয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল। আবার কোনওদিন শোনা গিয়েছে তাঁর শারীরিক অবস্থার অবনতির কথাও৷ তা সত্ত্বেও চিকিৎসকরা বিভিন্ন ধরনের লাইফ সাপোর্টের মাধ্যমে তাঁকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা চালাচ্ছেন। কিন্তু শনিবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল বুলেটিনে জানিয়ে দিল চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে বেসরকারি ওই হাসপাতাল থেকে দাবি করা হয়েছিল বর্ষীয়ান ৮৫ বছর বয়সী ওই অভিনেতার শারীরিক অবস্থার অবনতির কথা। তাঁর নিউরোলজিকাল সমস্যার কারণে পরিস্থিতি উদ্বেগজনক। তাঁর ইইজি করে দেখা গিয়েছে ব্রেন খুব সামান্য কাজ করছে। এমনকি হৃদযন্ত্রের অবস্থাও ভালো নয়। ফলে সৌমিত্রবাবুকে নিয়ে কপালেও চিন্তার ভাঁজ চিকিৎসকদের। তবে তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন তার জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনও৷