নিউজ ডেস্ক , ১২ নভেম্বর : আবারও শোকের ছায়া বলিউডে। আত্মঘাতী হলেন বলিউড অভিনেতা আসিফ বসরা (asif basra)। পুলিশ সুত্রের খবর, হিমাচল প্রদেশের ধর্মশালাতে নিজের বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এই অভিনেতা। জানা যায়, ধর্মশালার ম্যাকলিয়ড গঞ্জে একটি আবাসনে গত পাঁচ বছর ধরে এক বিদেশি মহিলার সাথে থাকতেন আসিফ। বৃহস্পতিবার দুপুরে নিজের পোষ্যকে নিয়ে ঘুরতে যান তিনি ৷ এরপর বাড়ি ফিরে পোষ্যের গলার দড়ি দিয়েই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। মানসিক অবসাদের জেরেই অভিনেতা আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের।
যদিও বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওয়ান্স আপঅন এ টাইম ইন মুম্বই, যব উই মেট, এক ভিলেন, কাই পো ছে’র মতো ছবিতে দেখা যায় এই অভিনেতাকে। এছাড়াও ওয়েব সিরিজ ও বিভিন্ন বিদেশি ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।