আজ প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের জন্মদিন, রইল শুভেচ্ছা

আজ প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের জন্মদিন, রইল শুভেচ্ছা

নিউজ ডেস্ক, ২৮ সেপ্টেম্বর : আজ বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের জন্মদিন। বাংলা চলচ্চিত্র জগতে একজন খ্যাতনামা বাঙালি অভিনেতা। তিনি বহু সিনেমায় নায়ক হিসাবে এবং পরবর্তীকালে একজন সফল পার্শ্বচরিত্রকার হিসাবে অভিনয় করেছেন।

তিনি বেল্টম্যান নামেও পরিচিত। দাদু ছিলেন বাঙালী বিজ্ঞানী ইন্দুমাধব মল্লিক এবং বাবা ছিলেন শিশুসাহিত্যিক উপেন্দ্রচন্দ্র মল্লিক। তাঁর একমাত্র মেয়ে কোয়েল মল্লিকও টলিউডের একজন সফল বাংলা অভিনেত্রী। রঞ্জিত মল্লিকের জন্ম ১৯৪৪ সালের ২৮শে সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরের মল্লিকবাড়িতে। যদিও মল্লিক বাড়ির আরো ডাকনাম রয়েছে। এই বাড়ি দুর্গাপুজোর জন্যই বিখ্যাত৷ রঞ্জিত মল্লিকের ডাক নাম রঞ্জু। চেনা পরিচিত ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব সকলেই তাঁকে রঞ্জু বলেই ডাকে। স্নাতক ডিগ্রী প্রথমে আশুতোষ কলেজ ও পরে কলকাতার বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শ্যামাপ্রসাদ কলেজ থেকে পাস করেন। ১৯৭১ সালে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন। তাঁর সেই প্রথম ছবি ছিল ইন্টারভিউ। এই ছবিতে অসামান্য অভিনয়ের জন্য ইন্টারন্যাশনাল বেস্ট অ্যাক্টর হিসেবে পুরষ্কার লাভ করেছিলেন৷ সত্যজিৎ রায়ের শাখা প্রশাখা ছবিতেও অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক। জীবনে অনেক ছবি করেছেন বাংলার এই প্রখ্যাত অভিনেতা। দেবী চৌধুরানী, মৌচাক, লালকুঠি, ওগো বধূ সুন্দরী, কপালকুণ্ডলা, শত্রু, গুরুদক্ষিণা, দেবী বরণ, ছোটো বউ, মঙ্গলদীপ, অঞ্জলি, হীরক জয়ন্তি, দেবতা, নবাব, বিধিলিপি,চৌধুরী পরিবার এরকম প্রচুর হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের৷ দীর্ঘদিন ধরে বাংলা সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক। প্রায় ২০০ র কাছাকাছি ছবি করেছেন রঞ্জিত মল্লিক। তাঁর অভিনয় নিয়ে দর্শকরাও যথেষ্ট মুগ্ধ। ছোট পর্দায় রঞ্জিত মল্লিকের ছবি দিলে আজও বয়স্করা টিভির সামনে বসে পড়েন৷ শুভ জন্মদিনে আর সি টিভির পক্ষ থেকে রইল অসংখ্য শুভেচ্ছা৷

Next Post

পুজোর মুখে দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের

Tue Sep 28 , 2021
নিউজ ডেস্ক, ২৮ সেপ্টেম্বর : উৎসবের মরশুমে জ্বালানির দাম ফের বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। মঙ্গলবার ২০ পয়সা দাম বেড়েছে পেট্রলের। বর্তমানে লিটার প্রতি দাম দাঁড়িয়েছে ১০১.৩৯ টাকা। ২৫ পয়সা দাম বেড়েছে ডিজেলের। ৮৯.৫৭ টাকা প্রতি লিটার ডিজেলের দাম। ২২ দিন বাদে ফের বাড়লো পেট্রোলের দাম। দেজুড়ে গত কয়েকদিনে চারবার দাম বেড়েছে […]

আপনার পছন্দের সংবাদ