গোপনসুত্রে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ আটক দুই পাচারকারী।

নিজস্ব সংবাদদাতা , ইংরেজবাজার , ০৪ নভেম্বর : গোপনসুত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে ব্রাউন সুগার পাচার করতে এসে দুই পাচারকারীকে হাতে নাতে ধরে ফেললো স্পেশ্যাল টাস্ক ফোর্স ও ইংরেজবাজার থানার পুলিশ।বুধবার ভোর রাতে মালদার ইংরেজবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশসুত্রে জানা গিয়েছে, ধৃত দুই পাচারকারীর নাম মণিরুদ্দিন শেখ ও মোয়াদ্দিজুর মিঞা।

তাদের বাড়ি ওই এলাকাতেই।এদিন সুস্থানী মোড় এলাকায় ঘোরাঘুরি করছিলো তারা দুজন। গোপনসুত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই এলাকায় হানা দেয় স্পেশ্যাল টাস্ক ফোর্স ও ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকেরা। ব্রাউনসুগার সমেত তাদের হাতে নাতে ধরে ফেলে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় প্রায় ৫০০গ্রাম ব্রাঊন সুগার। যার বাজারদর আনুমানিক কয়েক লক্ষ টাকা।কালিয়াচক থেকে ব্রাউন সুগার নিয়ে তারা বালুরঘাটের উদ্দেশ্য যাচ্ছিল বলে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে।বুধবার ধৃতদের দশদিনের পুলিশ রীমান্ড চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।তাদের সঙ্গে এই পাচারচক্রে আরো কেউ জড়িত আছে কিনা তার জন্য তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায়।

Next Post

জন্মদিনের শুভেচ্ছায় শুভশ্রী

Wed Nov 4 , 2020
নিউজ ডেস্ক , ০৪ নভেম্বর :   ৩০-শে পা দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এবারই প্রথম জন্মদিন ছেলে ইউভানের সাথে পালন করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ইউভানের বিভিন্ন ছবি পোস্ট করছেন বাবা রাজ চক্রবর্তী। এবারে নিজের স্ত্রীর-র জন্মদিনে আবেগঘন বার্তা পোষ্ট করলেন রাজ চক্রবর্তী। কালো স্লিভলেস গাউন পরে ৩০ এর মেটালিক […]

আপনার পছন্দের সংবাদ