নিজস্ব সংবাদদাতা , মালদা , ০৫ নভেম্বর : এক গৃহবধূকে অ্যাসিড খাইয়ে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী সহ শশুর বাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে মৃতার পরিজনদের।ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার কুমারগঞ্জ এলাকায়।
জানা গিয়েছে,দু বছর আগে ইংরেজবাজার সতীচুরা কলোনির বাসিন্দা উমা হালদারের সঙ্গে কুমারগঞ্জ এলাকার বাসিন্দা জিতেন মাঝির প্রণয় থেকে বিয়ে হয়।কিন্তু বিয়ের পর থেকে অতিরিক্ত টাকার দাবীতে ওই গৃহবধূর ওপর অত্যাচার চালাতো শ্বশুরবাড়ির লোকজন।এনিয়ে তাদের প্রায়শই অশান্তি হত।
বেশ কিছুদিন আগে তার কারণে বাপের বাড়িতে রাগ করে চলেও আসে সে। তারপর কিছুদিন আগে শ্বশুরবাড়ির লোকেরা এসে তাকে ফিরিয়ে নিয়ে যায়। তাতেও কিন্তু পনের টাকার দাবি ছাড়েনি। তাকে আবার চাপ দিতে শুরু করলে টাকা না নিয়ে আসায় জোরপূর্বক তাকে অ্যাসিড খাইয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায় বলে অভিযোগ মেয়ের পরিবারের।সেখান থেকে গুরুতর অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় পিজি হসপিটালে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে আসা হয়।যদিও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।এই ঘটনায় পুলিশের কাছে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ করা হলেও পুলিশ কোন পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে তার পরিজনদের মধ্যে।তাদের এই অভিযোগের কথা শুনে সাহায্যের আশ্বাস দিয়েছেন এলাকার উপ প্রধান প্রসেনজিৎ দাস।প্রশাসন যাতে উদ্যোগী হয় সেব্যাপারে উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন।