
ডালখোলা, ২৮ জুন : বেআইনি আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তর দিনাজপুরের ডালখোলা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম, দিলমোহন বসাক এবং রাঘব কুমার ঝা। তারা ডালখোলা থানার বিধানপল্লী এবং বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ হানা দেয় নিচিতপুরের ৩১ নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী এলাকায়। সেখানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি কার্তুজ, ৮২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, প্রেস কার্ড এবং ডেবিট কার্ড। তবে কি উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল এবং এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি বিভিন্ন মাদক পাচার চক্রের সাথে জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান। এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার সন্ধানে তল্লাশি করছেন পুলিশকর্মীরা। তবে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় ছড়িয়েছে চাঞ্চল্য। এব্যাপারে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর বলেন, ডালখোলা থানার নিচিতপুর এলাকায় আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল, দিলমোহন বসাক এবং রাঘব কুমার ঝা। তারা ডালখোলা থানার বিধানপল্লী এবং বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ, দুটি মোবাইল ফোন, ৮২ হাজার টাকা, প্রেস কার্ড এবং ডেবিট কার্ড উদ্ধার করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত করে এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার সন্ধানে তল্লাশি চালাচ্ছেন ডালখোলা থানার পুলিশ আধিকারিকেরা।
