fbpx

উত্তর দিনাজপুরের মরণাপন্ন শিশুর প্রাণ বাঁচালেন এস এস কে এমের চিকিৎসকরা

Advertisements

নিউজ ডেস্ক, ২৬ জুন : বাড়িতে খেলার সময় পেরেক গিলে ফেলেছিল উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের হাটগাছি এলাকার (North Dinajpur) এক খুদে। পেরেক আটকে শ্বাসনালীতে আটকে দম বন্ধ হওয়ার অবস্থা। অবশেষে শিশুটির প্রাণ বাঁচাল এসএসকেএম (SSKM) হাসপাতাল। বর্তমানে সেখানেই রয়েছে খুদে।

জানা গিয়েছে শিশুটির বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারের হাটগাছি এলাকায়। ওই শিশুটির বয়স ২ বছর ৭ মাস। নাম মুস্তাকিন আলি। শনিবার খেলতে খেলতে হঠাৎ পেরেক গিলে ফেলে সে। পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি খুদেকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। কিন্তু সেখান থেকে শিশুটিকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় কলকাতার এস এস কে এমে। রবিবার সকাল ৭ টা নাগাদ শিশুটিকে নিয়ে হাসপাতালে পৌঁছয় বাবা-মা। খুদের অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ফের তার এক্স-রে করা হয়।এক্স-রে রিপোর্টে দেখা যায়, শ্বাসনালীর ডানদিকে আটকে রয়েছে পেরেক। এদিকে ততক্ষণে খুদের শ্বাসকষ্ট শুরু হয়েছে। অক্সিজেন স্যাচুরেশন নেমে গিয়েছিল ৯৪ তে। ডা. অরুনাভ সেনগুপ্তের (ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান) তত্ত্বাবধানে ডা. সন্দীপ্তা মিত্র, ডা. মৃদুল জানেজা, ডা. কামরান আহমেদ ও ডা. স্পন্দিতা ঘোষ রিজিট ব্রঙ্কিওস্কপির মাধ্যমে খুদের শ্বাসনালীতে আটকে থাকা পেরেক বের করে আনেন। এই পদ্ধতিতে রোগীকে সম্পূর্ণ অজ্ঞান করে গলায় নল ঢোকানো হয়। নলের সামনে থাকে আলো, ক্যামেরা। যার মাধ্যমে ভিতরটা দেখা যায়। হাসাপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সুস্থ রয়েছে মুস্তাকিন। তবে আপাতত ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। দুই হাসপাতাল ঘুরে অবশেষে ছেলে প্রাণ ফিরে পাওয়ায় খুশি পরিবারের সদস্যরা।

আরও খবর পড়ুন: কে এল ও জঙ্গিগোষ্ঠীর হুমকী পোস্টার ঘিরে চাঞ্চল্য

News Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

তৃণমূল কর্মীকে মারধোরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে

Sun Jun 27 , 2021
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email হরিশচন্দ্রপুর, ২৬ জুন : তৃণমূলের মহিলা কর্মীকে মারধর এবং তার বাড়ি ভাঙচুর, লুটপাট করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য হরিশচন্দ্রপুর কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর রামপুর গ্রামে। বিজেপিকে ভোট না দেওয়ায় ভোটের পর থেকেই গ্রামের বাসিন্দা তৃণমূল […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!