আর সি টিভি সংবাদ , ৬মার্চ :প্রথাগত চাষবাস ছেড়ে বিকল্প চাষাবাদ করে অনেকেই আজ সাবলম্বী। কেউ গাঁদা ফুল, কেউ ড্রাগন ফল, কেউ বা স্ট্রবেরির চাষ করে লাভবান হয়েছেন। তাদেরই একজন কালিয়াগঞ্জ ব্লকের মনোহরপুর গ্রামের বাসিন্দা ওবেন দেবশর্মা৷ স্ট্রবেরী ফলের চারা গাছের চাষ করে মনোহরপুর শুধু নয়, কালিয়াগঞ্জের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি।
আরও পড়ুন –অসুস্থ অবস্থায় পথে ঘাটে ঘুরছে বাবা,ছেলের কীর্তিতে সরব এলাকাবাসীরা
অগ্রায়ন মাসে ৮ কাঠা জমিতে এই স্ট্রবেরীর চাষ শুরু করেছিলেন। ১২৫ টি স্ট্রবেরীর চারা রোপণের পর প্রতিটি গাছেই বর্তমানে ফলন দেওয়া শুরু হয়েছে। তার বক্তব্য বর্তমান প্রেক্ষাপটে ধান, চাল চাষ করে রোজগার হয় না। একটু চেষ্টা করলে নিত্য নতুন ফলের চাষ যে কেউ করতে পারে। এক একটি গাছে থেকে আনুমানিক এক কেজি থেকে দেড় কেজি ফল পাওয়া যায়। যার দাম ২০০ টাকা প্রতি কেজি। চাষের পদ্ধতি সম্পর্কে তিনি জানান, জৈব সার দিয়ে এই ফলের চাষ করতে হয়। রাসায়নিক সার কোন ভাবেই এই ফলের চাষে ব্যবহার করা যায় না। এদিকে এই নতুন ফলের চাষ করতে আগ্রহী কালিয়াগঞ্জের অনেকেই। কেউ কেউ এসে তার কাছ থেকে পরামর্শও নিয়ে যাচ্ছেন। অবেন দেবশর্মার পাশাপাশি এই চাষাবাদের কাজে তাকে সাহায্য করেন তার স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা।