আর সি টিভি সংবাদ , ৫ মার্চ : অসুস্থ বাবাকে ফেলে দিয়ে পালাল ছেলে। ঘটনাটি ঘটেছে ইটাহার ব্লকের মারনাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে সত্তরোর্দ্ধ ওই ব্যক্তির নাম প্রশান্ত চক্রবর্তী৷ স্ত্রী ও ছেলেকে নিয়ে আগে ইসলামপুরেই থাকতেন তিনি৷
আরও পড়ুন –লোনের টাকা দিতে না পারায় গ্রাহককে মারধরের অভিযোগ কোচবিহারে
কিন্তু মা গত হওয়ার পর থেকে বাবার প্রতি ছেলে অবহেলা শুরু করে বলে অভিযোগ। কিছুদিন আগে প্রশান্ত চক্রবর্তী অসুস্থ হয়ে পড়ে। এরপর মারনাইয়ে তাকে ফেলে দিয়ে ছেলে ও পুত্রবধূ চম্পট দেয় বলে জানান পাড়া প্রতিবেশিরা৷ ফলে অসহায় অবস্থায় মধ্য দিয়ে দিন কাটছে ওই বৃদ্ধের৷ এমনটাই জানিয়েছেন এলাকাবাসীরা। রাতের অন্ধকারে ছেলেই এই কীর্তিতে তীব্র সমালোচনায় সরব হয়েছেন তারা৷ এদিকে সংবাদ মাধ্যম তৎপর হতেই সক্রিয় হয় পুলিশ প্রশাসনও। অসুস্থ ওই বৃদ্ধকে উদ্ধার করে ইসলামপুরে পাঠানোর ব্যবস্থা করা হয়৷