নিউজ ডেস্ক , ২২ সেপ্টেম্বর : বিগত কয়েক দিন আগেই নোবেল শান্তি পুরস্কারের জন্যে মনোনীত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ৷ আর তার কিছুদিন পরেই নোবেলের জন্যে মনোনীত হলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে অবশ্যই তা ব্যঙ্গাত্মক অর্থে।
আর এই নোবেলের নাম আইজি নোবেল (IG Nobel)। অ্যানালস অফ ইমপ্রোবাবল রিসার্চ ম্যাগাজিনের পক্ষ ১৯৯১ সাল থেকে প্রতি বছর এই নোবেল পুরস্কার ব্যঙ্গ করে দেয়া হয় বিভিন্ন রাষ্ট্রনেতাদের৷ কোনো খবর বা ঘটনার ব্যঙ্গার্থক দিককে কেন্দ্রবিন্দু করে এই পুরস্কার দেওয়া হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্যান্ডার্স থিয়েটারে কয়েক হাজার মানুষের সামনে এই পুরস্কার প্রদান করেন নোবেলজয়ীরা ৷ একেবারে ঠাট্টার ছলে এই নোবেল পুরস্কার প্রদান করা হয়।
তবে এক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে যে, কেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই পুরস্কার দেওয়া হচ্ছে ?
ওয়াকিবহাল মহল বলছেন, করোনা মহামারীর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ববাসীকে বোঝাতে পেরেছেন, মানুষের জীবন ও মৃত্যুর উপরে রাজনৈতিক নেতাদের চটজলদি প্রভাব রয়েছে। আর তা বিজ্ঞানীদের চেয়ে অনেকাংশে বেশি”। আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদির চিকিত্সা শিক্ষায় বিশেষ ‘অবদান’ রয়েছে।
তবে তিনি একা নন, এ বছর তাঁর সঙ্গে এই পুরস্কার প্রাপকদের তালিকায় আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসেনারো, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন-সহ আরও অনেক রাষ্ট্রনায়েক। তবে নরেন্দ্র মোদী প্রথম নন, এর আগে ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee) ‘আগ্রাসী শান্তিপূর্ণ’ ভাবে পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য এই পুরস্কার পেয়েছিলেন।