ডিজিটাল ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত স্যোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের জন্য সর্বদাই শিরোনামে উঠে আসছেন। এবারে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। এদিন তিনি ট্যুইট করে বলেন, যারা বিশ্বাস করেন যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি শীর্ষে আছে, তা একেবারেই ভুল।
এছাড়াও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নয়ডায় একটি ফিল্ম সিটি তৈরি করার সিদ্ধান্তের প্রশংসা করেন তিনি। পাশাপাশি বলিউডের ৮ সন্ত্রাসকারীর হাত থেকে বাঁচার কথাও একটি টুইট বার্তায় বললেন কঙ্গনা। এদিন তিনি বলেন, মানুষ বিশ্বাস করে যে ভারতে বলিউড শীর্ষস্থানে আছে। কিন্তু এটা ভুল, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি নিজেকে শীর্ষ স্থানে নিয়ে গেছে। এদিন তিনি আরও বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর সংস্কার দরকার। কঙ্গনা রানাউত লিখেন, ডাবড আঞ্চলিক সিনেমা গুলি বেশিরভাগ ভারত জুড়েই মুক্তি হয় না।
কঙ্গনা রানাওয়াত আরও লেখেন সেই ৮ সন্ত্রাসবাদীর নাম যাদের হাত থেকে সিনেমা শিল্পকে বাঁচাতে হবে, ভাই – ভাগ্না তন্ত্র সন্ত্রাসবাদী, মাদক মাফিয়া সন্ত্রাসবাদী, লিঙ্গভেদ সন্ত্রাসবাদী, ধর্মীয় ও আঞ্চলিক সন্ত্রাসবাদী, বিদেশি চলচ্চিত্রের সন্ত্রাসবাদী, পাইরেসি ( Piracy ) সন্ত্রাসবাদী, শ্রমিকদের শোষণের সন্ত্রাসবাদী, প্রতিভা শোষণের সন্ত্রাসবাদী।
Best of dubbed regional films don’t get pan India relase but dubbed Hollywood films get mainstream relase it’s alarming. Reason is the atrocious quality of most Hindi films and their monopoly over theatre screens also media created aspirational imagine for Hollywood films.
— Kangana Ranaut (@KanganaTeam) September 19, 2020
People’s perception that top film industry in India is Hindi film Industry is wrong. Telugu film industry has ascended itself to the top position and now catering films to pan India in multiple languages, many hindi films being shot in Ramoji Hydrabad 1/2 https://t.co/zB6wkJg1zX
— Kangana Ranaut (@KanganaTeam) September 19, 2020