নিউজ ডেস্ক , ২২ ডিসেম্বর : টলিপাড়ায় ফের করোনা হানা। গত রবিবার অভিনেতা আবীর চট্টোপাধ্যায় নিজেই তাঁর করোনা পজিটিভ হওয়ার কথা প্রকাশ্যে আনেন। তবে তিনি একা নন, সংক্রমণ ছড়িয়েছে গোটা পরিবারে।
সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন আবীরের বাবা অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়। তিনি জানান, “অ্যাকাডেমিতে ২২ ডিসেম্বরের নাটক ‘পুনরায় রুবি রায়’-এর শো বাতিল। আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারণে।” উল্লেখ্য, আবীরের বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায় নিজেও একজন অভিনেতা। দীর্ঘকাল ধরেই কখনও টেলিভিশনের পর্দায়, আবার কখনও বা সিনেমার পর্দায়, তাঁর অভিনয়গুণে মুগ্ধ করেছেন দর্শকদের। থিয়েটারের মঞ্চেও তিনি একইভাবে সাবলীল। ফলে মাঝেমধ্যেই নাটক মঞ্চস্থ করেন ফাল্গুনী চট্টোপাধ্যায়। সেরকমই ২২শে ডিসেম্বর এক নাটক পরিবেশনের কথা ছিল তাঁর। কিন্তু বাদ সাধলো করোনা। যার জেরে প্রবীণ অভিনেতাকে বাতিল করতে হল নাটকের শো।