নিউজ ডেস্ক , ২২ ডিসেম্বর : বলিউডের মূলস্রোতের পরিবর্তে প্রথম থেকেই অন্যধারার ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আয়ুষ্মান খুরানা। সমাজেরই বিভিন্ন স্তর থেকে উঠে আসা চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে এসেছেন ব্যতিক্রমী এই অভিনেতা।
স্পার্ম ডোনার হোক কিংবা অন্ধ ব্যক্তি বা হালআমলে সমকামী প্রেমিক সবকিছুতেই তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। তার চরিত্র বাছাই যে অন্যদের কাছে ঈর্ষার বিষয়ে তা স্বীকারও করেন অন্যান্য বলি অভিনেতারা। এবারে ফের এক নতুন চরিত্র তার ঝুলিতে। করোনাকালে লকডাউনের পর শুরু তার নতুন ছবির অভিনয়। কাজ শুরু হল আগামী ছবি ‘ডক্টর জী’-র। জংলি পিকচার্স’ প্রোডাকশন হাউসের এই ছবি পরিচালনা করবেন অনুভূতি কাশ্যপ। গল্প লিখছেন সুমিত সাক্সেনা। মঙ্গলবার চিত্রনাট্যের ফাইলটির ছবি তুলে তার ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করলেন অভিনেতা।