গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, থমকে গেল শুটিং

নিউজ ডেস্ক , ২১ ডিসেম্বর : শুটিংয়ে গিয়ে গুরুতর অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী ছবি “দ্য কাশ্মীর ফাইলস” এর শুটিংয়ে ভারতের উত্তরাখন্ডের মুসৌরিতে গিয়ে হঠাৎ করে পেটের সংক্রমণের তার শারীরিক অবস্থার অবনতি হয়।

ছবির পরিচালক বিবেক জানিয়েছেন, মুসৌরিতে একটি বড় দৃশ্যের শ্যুট চলছিল। কাজে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য অসুস্থ অবস্থাতেই শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন মহাগুরু। বিবেকের কথায়, ‘যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না প্রবীণ অভিনেতা। তবুও তিনি একটার পর একটা দৃশ্যে নিখুঁত শট দিচ্ছিলেন। একবারের জন্যও বোঝা যাচ্ছিল না, তিনি অসুস্থ। উল্টে সমানে জানতে চাইছিলেন, কাজে কোনও সমস্যা বা খামতি থাকছে না তো?’ পরিচালকের অকপট স্বীকারোক্তি, এই প্রজন্মের কোনও অভিনেতার মধ্যে কাজের প্রতি এত নিষ্ঠা, ভালবাসা দেখেননি তিনি। মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা যে কোনও ছবির সম্পদ। ২০১৯ সালে তাঁর ফিল্ম তাসখন্দ ফাইলস হিট হওয়ার পর কাশ্মীরী হিন্দুদের দুর্দশার কথা তুলে ধরতে দ্য কাশ্মীর ফাইলস তৈরির সিদ্ধান্ত নেন বিবেক অগ্নিহোত্রী। এই ফিল্মের মুখ্য ভূমিকায় রয়েছেন অনুপম খের। ২০২১ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

Next Post

ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে যুবকের মৃত্যুতে শোকের ছায়া ইটাহারে, সরকারি সহায়তার আর্জি পরিবারের সদস্যদের

Mon Dec 21 , 2020
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২১ ডিসেম্বর : ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে এক যুবকের মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে ইটাহারে। উল্লেখ্য, ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের হাসুয়া গ্রামের বাসিন্দা বাবলু ঘোষের ছেলে দিপঙ্কর ঘোষ সংসারের অভাব দূর করতে শ্রমিকের কাজের জন্যে পারি দেয় ভিনরাজ্যে। এক বছর আগে বিয়েও […]

আপনার পছন্দের সংবাদ