নিউজ ডেস্ক , ২৩ আগস্ট : করোনার দ্বিতীয় ঢেউ এর দাপট এখনও স্বাভাবিক হতে না হতেই দরজায় কড়া নাড়ছে তৃতীয় ঢেউ। করোনার তৃতীয় ঢেউ যে অক্টোবরেই চরম আকার নেবে তা নিয়ে সোমবারই প্রধানমন্ত্রীর দফতরে রিপোর্ট জমা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত কমিটি।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, অক্টোবরেই চরম আকার ধারণ করতে পারে করোনার তৃতীয় ঢেউ। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে ফের দেশের ‘আর ভ্যালু’ ১-এর উপর উঠেছে। আর-ভ্যালু থেকেই বোঝা যায় যে এক জন সংক্রমিতের থেকে আরও কতজন করোনা আক্রান্ত হতে পারেন। এদিকে তৃতীয় ঢেউয়ে প্রথম থেকেই শিশুদের নিয়ে আতঙ্ক ছিল। এই কমিটির রিপোর্টেও রিপোর্টে শিশুদের নিয়ে আশঙ্কাবাণী প্রকাশ করা হয়েছে। তাই শিশুরা যাতে বেশি সংখ্যা সংক্রমিত হলেও তাদের জন্য পর্যাপ্ত চিকিত্ক এবং চিকিত্সা ব্যবস্থা থাকে, তার পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে।এই রিপোর্ট সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে বিশেষজ্ঞদের একাংশের মধ্যে। কারণ, অক্টোবর থেকেই বাংলায় পুজোর মরশুম শুরু হচ্ছে। তার মধ্যেই কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়া এবং তা শিখর ছোঁয়ায় পরিস্থিতি কোনদিকে গড়াবে, তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। গাণিতিক মডেলের উপর নির্ভর করে সম্প্রতি আইআইটি–র একটি গবেষণাও জানিয়েছিল, অক্টোবরেই দেশে চরম আকার নিতে পারে কোভিডের তৃতীয় ঢেউ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তৈরি বিশেষজ্ঞদের কমিটিও ওই গবেষণাতেই সিলমোহর দিল।