নিউজ ডেস্ক , ২৪ আগস্ট : রাফালের পর এবার চলতি বছরের শেষেই দেশের সেনা বাহিনীর হাতে আসতে চলেছে ভূমি থেকে আকাশে আঘাতকারী রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম। শীঘ্রই এই বিধ্বংসী মিসাইল সিস্টেম ভারতকে পাঠানোর কাজ শুরু হবে। সোমবার এমনটাই জানিয়ে দিয়েছে রুশ সংস্থা আলমাজ আন্তে (Almaz Antey)।
টুইটে সেকথা জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা। উল্লেখ্য, মার্কিন আপত্তি অগ্রাহ্য করে অত্যাধুনিক এস-৪০০ (S-400) মিসাইল সিস্টেম কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছিল ভারত। ভূমি থেকে বায়ুতে আঘাত হানতে সক্ষম এস-৪০০কে রাশিয়ার সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বলে মনে করা হয়। ২০১৪ সালে প্রথম দেশ হিসেবে রাশিয়ার থেকে এস-৪০০ কেনার চুক্তি করে চিন। তারপরই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পড়শিদের বাগে আনতে প্রয়োজন এস-৪০০। পাকিস্তানের কাছে প্রায় ২০ স্কোয়াড্রন মার্কিন এফ-১৬ বিমান রয়েছে। চিনের থেকেও বিপদের আশঙ্কা দিন-দিন বাড়ছে। ফলে দেশের সুরক্ষায় এই হাতিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও পরবর্তীতে এই ক্ষেত্রে ধাক্কা খায় চিন। কারণ বেজিংকে অত্যাধুনিক S-400 মিসাইল সিস্টেম সরবরাহ না করার সিদ্ধান্ত নেয় মস্কো। এব্যাপারে সংস্থার ডেপুটি সিইও Vyacheslav Dzirkaln জানিয়েছেন দুই দেশের চুক্তি অনুযায়ী, চলতি বছরের দিকে এস-৪০০ মিসাইল হাতে পেতে চলেছে ভারত।”