
নিউজ ডেস্ক, ১৭ আগস্ট : ফের একবার হেঁশেলে চাপ বাড়ল মধ্যবিত্তের। কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৮৬ টাকা। মাত্র ৬ মাসেই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছে ১৪১ টাকা। এক বছরে বেড়েছে ২৪১ টাকা। এভাবে গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকলে, রান্না হবে কি সে, তা নিয়েই ভেবে কুল কিনারা পাচ্ছে না মধ্যবিত্ত।
এর আগে ১ অগস্ট ৭৩.৫ টাকা দাম বাড়ে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। তবে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই ছিল। এর আগে ১ জুলাই ২৫ টাকা বাড়ানো হয়েছিল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এর আগে ফেব্রুয়ারি ও মার্চে দাম বেড়েছিল সিলিন্ডারের। অবশ্য এপ্রিলে অপরিবর্তিত রাখা হয়েছিল গ্যাস সিলিন্ডারের দাম। পরে এপ্রিলে ১০ টাকা কমানো হয়েছিল সিলিন্ডারের দাম। তবে জুলাইয়ে ফের বাড়ানো হয় সিলিন্ডারের দাম। চলতি বছরের জানুয়ারিতে দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল ৬৯৪ টাকা। ১ ফেব্রুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছিল ৭১৯ টাকায়। এরপর ১৫ ফেব্রুয়ারি তা আরও বেড়ে হয় ৭৬৯। এর দশদিন পরই ফের বাড়ে সিলিন্ডারের দাম। ২৫ ফেব্রুয়ারিতে সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ায় ৭৯৪ টাকায়। এরপর মার্চে তা বেড়ে দাঁড়ায় ৮১৯ টাকায়। আর এবার ফের ২৫ টাকায় দাম বাড়ে সিলিন্ডারের। যেহারে রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে আগামী দিনে কী হবে তা নিয়ে চিন্তায় আম জনতা।
