
ইটাহার, ৬ জুলাই : এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইটাহার ব্লকের দুর্লভপুর অঞ্চলে৷ মৃতার নাম জেনিফা ইয়াসমিন।
জানা যায়, ইটাহার থানার মারনাই অঞ্চলের বাসিন্দা জয়নাল আবেদিনের মেয়ে জেনিফা ইয়াসমিনের সঙ্গে গত এক বছর আগে সামাজিক ভাবে বিয়ে হয় দুর্লভপুর অঞ্চলের দুর্লভপুর বাজার এলাকার বাসিন্দা হাজিকুল ইসলামের ছেলে সামসুদ্দিন ইসলামের। তবে বিয়ে পর থেকেই স্বামী সহ শ্বশুরবাড়ীর লোকেরা ওই গৃহবধূর ওপর অত্যাচার করত বলে অভিযোগ করা হয় মৃতার পরিবারের পক্ষ থেকে। এরপর এদিন সকালে ওই গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে তাঁর শ্বশুরবাড়ী ছুটে যান মৃতার আত্মীয়রা। যদিও বর্তমানে মৃতার বাবা মা কর্মসূত্রে ভীনরাজ্যে রয়েছেন। সোমবার রাতে জেনিফা ইয়াসমিনকে মারধর করার পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান মৃতার পরিবারের। পরিবার সুত্রে জানা যায়, এদিন খবর পেয়ে মৃতার পরিবারের লোকেরা তাঁর শ্বশুরবাড়ি গিয়ে দেখে মৃতদেহ বারান্দায় পড়ে রয়েছে এবং ঘটনার পর থেকেই পলাতক ওই গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ীর অন্যান্য সদস্যরা। ঘটনার পরিপ্রেক্ষিতে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও খবর পড়ুন : ৮ রাজ্যের রাজ্যপাল বদল করল কেন্দ্র
