নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ১২ অক্টোবর : গ্রামগঞ্জে খেলাধুলোর মান উন্নয়নে মালদা জেলার মানিকচক বিধানসভার অন্তর্গত নুরপুর এলাকায় “নুরপুর সাথী বন্ধু ইউথ ক্যাটারারের” পরিচালনায় এক দিবারাত্রি কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার।
ফিতে কেটে এই কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। এদিন নিজেও কাবাডি খেলায় অংশ নেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ সুকিত সহ অন্যান্যরা। এবিষয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল জানিয়েছেন, নুরপুর মাঠে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। করোনাকালীন সময়ে বহুদিন পর এমন অনুষ্ঠানের আয়োজন। খেলায় বিজয়ীদের জন্য রয়েছে টিভি, ফ্রিজ সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া কাবাডি হলো আমাদের জাতীয় খেলা। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে আজকে আয়োজিত এই খেলা নুরপুরবাসীকে খুশির আনন্দ যোগাবে। পাশাপাশি তিনি সকল তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়েছেন দৈনিক ক্রীড়াচর্চার জন্য।