যানজটে জেরবার শহর, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবী এলাকাবাসীদের

 নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১২ অক্নটোবর :   গরায়ণ পরিকল্পনা ছাড়াই গড়ে উঠেছে শহর।কলেবরে বৃদ্ধি পেয়েছে জনপদ। চাহিদা মেটাতে যত্রতত্র নির্মিত হয়েছে দোকানপাট, বাজার এমনকী অস্থায়ী মার্কেটও। স্বাভাবিকভাবেই জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সমানুপাতিক হারে বেড়েছে গাড়ির সংখ্যাও। জাতীয় সড়ক হোক কিংবা রাজ্য সড়ক সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে বাস-ট্যাক্সি অটো থেকে শুরু করে মোটরবাইক, সাইকেলও। এর জেরে কার্যত চাঁচল শহরে তৈরি হয়েছে নিত্যদিনের যানজট। রাস্তার দুপাশে যেখানে সেখানে দাড়িয়ে পড়ে যাত্রীবাহি গাড়ি।

সড়ক দখল করেই চলছে যাত্রী ওঠানো-নামানোর কাজ। রাস্তার দুপাশে মানুষ চলাচলের ফুটপাত থাকলেও, সেগুলির দখল নিয়েছে অস্থায়ী দোকানপাট। স্বল্প পরিসরে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েছেন পথচলতি সাধারণ মানুষ। অনেকেই নেমে পড়তে বাধ্য হচ্ছে মূল রাস্তায়। যার ফলে দূর্ঘটনার আশংকা করেছেন স্থানীয়রা। যদিও যানজটের সমস্যা মোকাবিলায় প্রশাসনের কোন ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ বাসিন্দাদের। এর আগে চাচোল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে যানজট এড়াতে অটো, টোটো, ভুটভুটি সহ সমস্ত রকম যানবাহনের গতিপথ ঠিক করে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে সেই নির্দেশিকা কেউ মানছে না বলে অভিযোগ শহরের বাসিন্দাদের। বসানো হয়েছিল ব্যারিকেড, গার্ডওয়ালও।বর্তমানে সেগুলি ভেঙ্গে গেলেও সারাইয়ের কোন উদ্যোগ নেওয়া হয়নি। নিয়ম না মেনে শহরের সিংহভাগ রাস্তা দখল করে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে বাস, ট্রাক, মোটরবাইক। ফলে পথচলা যন্ত্রণার সামিল হয়ে দাড়িয়েছে স্থানীয়দের কাছে। এক্ষেত্রে প্রশাসনের নজরদারীর অভাবও রয়েছে বলে দাবী তাদের।অন্যদিকে এব্যাপারে চাঁচল মহকুমাশাসক সব্যসাচী রায় জানিয়েছেন, যানজট নিয়ন্ত্রণে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

Next Post

অসামাজিক কার্যকলাপ এড়াতে বাহিন রাজবাড়ী রুপান্তরিত হলো পুলিশ ফাঁড়িতে, খুশি বাসিন্দারা

Mon Oct 12 , 2020
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১২ অক্টোবর :  রায়গঞ্জ ব্লকের ঐতিহ্যবাহী বাহিন জমিদার বাড়িতে বসল অস্থায়ী পুলিশ ক্যাম্প। ভগ্নদশাগ্রস্ত জঙ্গলাকীর্ণ জমিদারবাড়ির আগাছা কেটে পুলিশ ক্যাম্প তৈরী হওয়ায় খুশী এলাকাবাসি। জেলা পুলিশের দাবি আগামীতে এখানে পূর্নাঙ্গ পুলিশ ফাঁড়ি তৈরী করার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য রায়গঞ্জ থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহ্যবাহী বাহিন […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম