নিউজ ডেস্ক , ২৮ অক্টোবর : বুধবার কড়া নিরাপত্তায় সম্পন্ন হচ্ছে বিহার বিধানসভার প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। মূলত শাসক শিবির এন ডি এ-কে হারাতে এবার মরিয়া লালু পুত্র তেজস্বী যাদব। কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে গেরুয়া শিবিরকে কড়া টক্কর দিচ্ছে আর জে ডি৷ নির্বাচনের ফল জানতে অপেক্ষা করতে হবে ফলাফল ঘোষণা পর্যন্ত।
বিধানসভা নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা বিহারে। বুধবার প্রথম দফায় দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর এখনও পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ রয়েছে৷ প্রথম দফায় ৭৭ টি আসনের জন্য লড়ছেন ১০৬৬ জন প্রার্থী৷ তবে প্রধান লড়াই হচ্ছে এন ডি এ ও আর জে ডি জোটের মধ্যে৷ এদিন করোনা আবহের মধ্যে সকাল ভোটগ্রহণ পর্ব শুরু হয়৷ বেলা বাড়তেই লম্বা লাইন চোখে পড়ে ভোটারদের। মাওবাদি অধ্যুষিত গয়া সহ অন্যান্য জেলায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে হয়েছে নাশকতার আশঙ্কায়৷ এখনও পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ রয়েছে বলে জানা গেছে৷ বিহার বিধানসভা নির্বাচনে এবারে ১৯ লক্ষ বেকারের চাকরির প্রতিশ্রুতি ও বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ইস্তেহার প্রকাশ করেছে এন ডি এ শিবির৷ অন্যদিকে পাল্টা ১০ লক্ষ বেকারের চাকরি দিয়ে জে ডি ইউ ও বিজেপি জোটকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। এদিকে করোনা ভ্যাকসিনকে নির্বাচনী ইস্যু করায় কড়া সমালোচনার মুখে পড়েছে বিজেপি শিবির। সবমিলিয়ে করোনা আবহে ভোটপর্ব ঘিরে সরগরম বিহারের রাজনীতি৷