নিউজ ডেস্ক , ১৬ ডিসেম্বর : ইস্টবেঙ্গল কে হারিয়ে পরপর তিনটি ম্যাচে জয়। তবে জামশেদপুর এফসির কাছে মুখ থুবড়ে পড়েছে এটিকে মোহনবাগান। পরবর্তীতে হায়দরাবাদ এফসি কাছেও ড্র করেছে এটিকে মোহনবাগান। তবে দুটো ম্যাচে জয়ের মুখ না দেখায় হতাশায় ভুগছে সবুজ মেরুন ব্রিগেড। বুধবার এফসি গোয়া র বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান।
এটিকে মোহনবাগান ক্লাব সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই গোয়া পৌঁছে অনুশীলন শুরু করেছে তারা। দলে বেশকিছু খেলোয়াড়ের চোটের সমস্যা রয়েছে। এছাড়াও গোয়ার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে হচ্ছে এটিকে মোহনবাগানের খেলোয়াড়দের। পাশাপাশি পরপর দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী রয়েছে এফসি গোয়া। তাছাড়া পুরো দলটাই ভালো। সেকারণে নতুনভাবে স্ট্র্যাটেজিক কিছু পরিবর্তন আনা হয়েছে দলে। সব মিলিয়ে বুধবার জয়ের জন্যই এই ম্যাচে ঝাঁপাতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। ওড়িশা এফসি এবং কেরালা ব্লাস্টার্স কে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাসী রয়েছে এফসি গোয়ার ফুটবলাররা। পাশাপাশি রবিবারের আগেই গোয়া পৌঁছে গিয়েছে হাবাসের সবুজ মেরুন ব্রিগেড। রবিবার থেকেই মাঠে নেমে প্রস্তুতি শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান। জামশেদপুর এফসির কাছে হার, হায়দরাবাদ এফসি র সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর এবার এফসি গোয়ার বিরুদ্ধে জয়ের জন্য মাঠে নামছে মোহনবাগান।