নিউজ ডেস্ক , ১৭ ডিসেম্বর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিবা-রাত্রি টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। উইকেটরক্ষক হিসাবে দলে এসেছেন ঋদ্ধিমান সাহা। বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজ। এবার আসুন একনজরে দেখে নিন কারা কারা খেলছেন টেস্ট দলে…..
১৷ বিরাট কোহলি(অধিনায়ক)
২। মায়াঙ্ক আগরওয়াল
৩। পৃথ্বী শাউ
৪। চেতেশ্বর পূজারা
৫। অজিঙ্ক রাহানে (ভাইস ক্যাপ্টেন)
৬। হনুমা বিহারি
৭। ঋদ্ধিমান সাহা
৮। রবীচন্দ্ররণ অশ্বীন
৯। উমেশ যাদব
১০। মহম্মদ সামি
১১। জশপ্রীত বুমরাহ
১২। শুভমন গীল
১৩। কে.এল রাহুল
১৪। কুলদ্বীপ যাদব
১৫। ঋষভ পান্ত
১৬। নবদ্বীপ সাইনী
১৭। মহম্মদ সিরাজ
১৮। রবীন্দ্র জাডেজা
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের ওভালে ১৭ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হচ্ছে৷ শেষ হবে ২১ ডিসেম্বর। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।