নিউজ ডেস্ক , ১৬ ডিসেম্বর : দলে নেই রোনাল্ডো। তবুও লা লিগায় ফের জ্বলে উঠলো রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার লা লিগায় অ্যাথলেটিক বিলবাওকে হারালো রিয়াল মাদ্রিদ। লা লিগায় শীর্ষে রয়েছে অ্যাথলেটিক বিলবাও। সেই দলকে তিন এক গোলে পরাস্ত করল রিয়াল মাদ্রিদ।
উল্লেখ্য, রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই বেশ কিছু ক্ষেত্রে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছিল এই ক্লাবটি টিমটিতে। কিছুতেই ডিফেন্স থেকে ফরওয়ার্ড সাজিয়ে উঠতে পারছিলেন না দলের কোচ জিদান। তবে রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা নতুনভাবে আত্মপ্রকাশ করার সুবাদে কিছুটা সাবলীল হয় রিয়াল। আর মঙ্গলবার লা লিগার লিক শীর্ষে থাকা দলকে তিন এক গোলে পরাস্ত করল জিদানের দল। ৯০ মিনিটে তিনটি গোল করতে সক্ষম হয় জিদানের মাদ্রিদ। যার মধ্যে জোড়া গোল করেন রিয়ালের তারকা ফুটবলার করিম বেঞ্জেমা। অপর একটি গোল করেন টনি ক্রুজ। এরপরে ৯০ মিনিটে আর ঘুরে দাঁড়াতে পারেনি অ্যাথলেটিক বিলবাও। দুরন্ত ফর্মে থাকা সত্ত্বেও জাতীয় দলে খেলার সুযোগ পাননি ফরাসি ফুটবলার করিম বেঞ্জেমা। তবে দুর্দান্ত ফর্মে থাকার সুবাদে খুব শীঘ্রই ফরাসি দলে ডাক পাওয়ার ব্যাপারে আশাবাদী করিম বেঞ্জেমা। এই ম্যাচটা জেতার ফলে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে রয়েছে জিদানের দল রিয়াল মাদ্রিদ।