নিউজ ডেস্ক, বালুরঘাট, ২৪ সেপ্টেম্বর : নাবালক সন্তানের সামনে মাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট থানার বোয়ালদাড় এলাকায়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয় বালুরঘাট জেলা হাসপাতালে।
পরিবার সুত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম কাঞ্চন শীল (৩৫). অভিযোগ গত রবিবার দুপুরে স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেয় স্বামী পরেশ শীল। দগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা লনো হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
ওই গৃহবধূর ১১ বছরের নাবালক ছেলের বয়ান অনুযায়ী জানা গিয়েছে, তার বাবা এবং পরিবারের সকলের সাথে প্রায়ই অশান্তি লেগে থাকতো তার মা কাঞ্চন শীলের। মাঝেমধ্যেই তার বাবা মদ খেয়ে তার মাকে মারধর করতো। রবিবার দুপুরেও নেশা করে এসে তার মাকে মারধর করে তার বাবা। অভিযোগ, এরপরেই মাকে জ্বলন্ত অবস্থায় দেখতে পায় ছেলে।
এরপর তড়িঘড়ি প্রতিবেশীরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করার। এরপরই এদিন সকালে মৃত্যু হয় ওই গৃহবধূর। গৃহবধূর পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় মৃতার স্বামী এবং শাশুড়ি বাড়ির লোকজনদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার স্বামী পরেশ শীল ও দেওর পলাশ শীল কে গ্রেপ্তার করেছে বালুরঘাট থানার পুলিশ। গৃহবধূর মৃত্যুর ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে পরিবারে।